Amritpal Singh: ‘তেরঙা সরিয়ে দিল্লিতে উড়বে খলিস্তানি পতাকা’- জঙ্গি অমৃতপালের পক্ষে হুমকি

দিল্লি পুলিশ চিন্তিত। কারণ, পলাতক শিখ খালিস্তানি জঙ্গি অমৃতপাল সিংয়ের (Amritpal Singh ) অনুগামীদের তরফ থেকে ছড়ানো হচ্ছে দিল্লি দখলের বার্তা।

Amritpal Singh holding Khalistani flag and threatening to fly it in Delhi

দিল্লি পুলিশ চিন্তিত। কারণ, পলাতক শিখ খালিস্তানি জঙ্গি অমৃতপাল সিংয়ের (Amritpal Singh) অনুগামীদের তরফ থেকে ছড়ানো হচ্ছে দিল্লি দখলের বার্তা। পুলিশের হাতে এসেছে এমন ভিডিও তাতে শোনা যাচ্ছে দিল্লির প্রগতি ময়দানে থাকা জাতীয় পতাকা সরিয়ে খালিস্তানি পতাকা ওড়ানো হবে। এই ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ।

আগামী সেপ্টেম্বরে প্রগতি ময়দানে জি-২০ বৈঠক হবে। তার আগে এমন হুমকিতে দিল্লি সরগরম। দিল্লি পুলিশের একাংশের দাবি, অমৃতপাল সিং রাজধানীতেই আছে। দিল্লিতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। অডিও হুমকির পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে খালিস্তানপন্থী ওয়ারিস পাঞ্জাব দে সংগঠনের প্রধান অমৃতপাল সিং রবিবার বেলা ১২টা পর্যন্ত অধরা। তাকে পেতে পাঞ্জাব পুলিশ তল্লাশি চালাচ্ছে। পাঞ্জাবের পাশাপাশি উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্নুতে চলছে বিশেষ নজরদারি। এমনও মনে করা হচ্ছে, ভোল বদলে অমৃতপাল সিং নেপাল থেকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে পালাতে। পাক গুপ্তচর সংস্থার মদতে আত্মগোপনে আছে খালিস্তানপন্থী শিখ মৌলবাদী নেতা।