Santosh Trophy: প্রকাশ্যে এল অন্তিম পর্বের গ্রুপ বিভাগ, কারা থাকল কোথায়?

আজ ঘন্টাকয়েক আগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে এবারের এই সন্তোষ ট্রফির (Santosh Trophy) ফাইনাল রাউন্ডের বিভাগ সমূহ। সেই অনুপাতে আগামী বছরের দ্বিতীয়…

FIFA Santosh Trophy 2023-24

আজ ঘন্টাকয়েক আগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে এবারের এই সন্তোষ ট্রফির (Santosh Trophy) ফাইনাল রাউন্ডের বিভাগ সমূহ। সেই অনুপাতে আগামী বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই শুরু হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্টের পরবর্তী পর্ব। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে যেটি শুরু হবে এবার। চলবে আগামী ৯ই মার্চ পর্যন্ত।

এক্ষেত্রে মোট বারোটি ফুটবল দলকে ভাগ করে আনা হয়েছে দুইটি বিভাগে। তাদের মধ্যেই এবার আয়োজিত হবে ম্যাচ গুলি। এক্ষেত্রে গ্রুপ পর্বের সেরা ও শক্তিশালী দল হিসেবে রয়েছে যথাক্রমে মনিপুর, আসাম, দিল্লী, সার্ভিস, মহারাষ্ট্র ও গোয়া। এই দলগুলির দিকে এবার বাড়তি নজর থাকবে সকলের। এছাড়াও পূর্বের পর্বের রানার্স হিসেবে ও খেলার সুযোগ থাকছে বেশকিছু দলের কাছে।

যাদের মধ্যে রয়েছে মিজোরাম, কেরালা ও রেল ওয়েলসের মতো ফুটবল দল। এছাড়াও ফাইনাল রাউন্ডে স্থান করে নিয়েছে আরও তিনটি ফুটবল দল। সেই তালিকায় রয়েছে গতবারের বিজয়ী দল কর্নাটক। ও ফাইনালিস্ট মেঘালয়। পাশাপাশি আয়োজক দেশ হিসেবে খেলার সুযোগ পাচ্ছে অরুনাচল প্রদেশ। এই ফুটবল দলের দিকেও এবার নজর রাখবে অনেকে। আসলে সময় যত এগিয়েছে ততোই নিজেদের শক্তিশালী করেছে অরুনাচল। তাই এবার বড়সড় অঘটন ঘটানো ঘটিয়ে দিতেই পারে এই ফুটবল দল। তবে এই বারোটি দলের থেকে দুটি করে মোট চারটি দল সুযোগ করে নেবে কোয়ার্টার ফাইনালে। পরবর্তীতে সেখান থেকে পরবর্তী রাউন্ড।

তবে এবার প্রশ্ন উঠে আসে যে কোন গ্রুপে কারা থাকছে এবার? এক্ষেত্রে প্রথম বিভাগ অর্থাৎ গ্রুপ ‘এ’ তে সুযোগ পেয়েছে অরুনাচল প্রদেশ, আসাম, গোয়া,কেরালা, মেঘালয় এবং সার্ভিস। অন্যদিকে, গ্রুপ ‘বি’তে রয়েছে যথাক্রমে মনিপুর, রেলওয়েজ, মিজোরাম, মহারাষ্ট্র, কর্নাটক ও দিল্লী।