Exit Poll: এক্সিট পোল জানাল ‘ভারতের হৃদয়ে’ বিজেপি

পাঁচ রাজ্যের ভোট ফলাফল ৩ ডিসেম্বর। ইভিএম বন্দি রায় বের হবে। তার আগে Exit Poll রিপোর্ট বলে দিল বিজেপির ভয়ের কারণ নেই। তবে এই পা়ঁচ…

RSS Vs BJP

পাঁচ রাজ্যের ভোট ফলাফল ৩ ডিসেম্বর। ইভিএম বন্দি রায় বের হবে। তার আগে Exit Poll রিপোর্ট বলে দিল বিজেপির ভয়ের কারণ নেই। তবে এই পা়ঁচ রাজ্যে (মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, ছত্তিসগড়, মিজোরাম) আসন সংখ্যায় বড়সড় ধাক্কা খাচ্ছে কেন্দ্রের শাসকদল।

বৃহস্পতিবার তেলেঙ্গানায় ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। এরপর এক্সিট পোল বের হয়। এতে বলা হচ্ছে, রাজস্থানে কংগ্রেস ক্ষমতা হারাবে। সরকার গড়বে বিজেপি।

পরিবর্তন ভোট এ রাজ্যে হয়। এবিপি নিউজ-সি ভোটার এক্সিট পোল অনুযায়ী, রাজস্থান ২০০ আসনের মধ্যে বিজেপি পাবে ১০৪টি, কংগ্রেস পাবে ৮১টি। অন্যান্যরা ১৫টি।

ভৌগোলিক কারণে মধ্যপ্রদেশকে বলা হয় ভারতের হৃদয়স্থল। নিউজ ২৪-টুডেজ চাণক্যর এক্সিট পোল বলছে, মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে বিজেপি পাবে ১৫১টি। কংগ্রেস পাবে ৭৪টি। অন্যান্য দলগুলি জয়ী হবে ৫টি।

ছত্তিশগড়ের ক্ষেত্রে এবিপি নিউজ-সি ভোটার এক্সিট পোল বলছে, ৯০ আসনের মধ্যে বিজেপি পাবে ৩৬-৪৮টি। কংগ্রেস ৪১-৫৩টি আসন। অন্যান্য দলগুলি ০ থেকে ৮টি আসনে জিনকে। নিউজ ২৪-টুডেজ চাণক্যের সমীক্ষা বলছে বিজেপি ৩৩টি ও কংগ্রেস ৫৭টি আসন পাবে। অন্যান্যরা আসনই পাবে না।

তেলেঙ্গানায় পরিবর্তন ইঙ্গিত। নিউজ ২৪-টুডেজ চাণক্যের এক্সিট পোল বলছে কংগ্রেস পাবে ৭১টি, বিআরএস ৩৩টি। বিজেপি পাবে ৭টি আসন। অন্যান্য দলগুলি পাবে ৮টি আসন। মিজোরামে এমএনএফ পাবে ১৫-২১টি আসন, কংগ্রেস- ২-৮