Football News: ভারতের অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রসঙ্গে ‘বিস্ফোরক’ প্রাক্তন মহিলা অধিনায়ক

Football News: বর্তমানে ভারতীয় ফুটবলের সমস্ত লাইমলাইট অনূর্ধ্ব ১৭ দলের দিকে। থাইল্যান্ডে অনুষ্ঠিত আসন্ন এশিয়ান কাপের ছাড়পত্র সংগ্রহ করা হয়ে গিয়েছিল অনেক আগেই। তারপরেই গত…

Padma Shri Bembem Devi

Football News: বর্তমানে ভারতীয় ফুটবলের সমস্ত লাইমলাইট অনূর্ধ্ব ১৭ দলের দিকে। থাইল্যান্ডে অনুষ্ঠিত আসন্ন এশিয়ান কাপের ছাড়পত্র সংগ্রহ করা হয়ে গিয়েছিল অনেক আগেই। তারপরেই গত মাসে ইউরোপ সফরে যায় ভারতের তরুণ প্রতিভারা।

সেখানে জার্মানি ও স্পেনের একাধিক শক্তিশালী দলের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলে তারা। যাদের মধ্যে ছিল রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও গ্যাটআফ এফসির মতো ক্লাব। সেখানে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স থাকে দলের। তবে লড়াই এবার আরো বড়। চলতি জুনের মাঝামাঝি সময় থেকেই এবার শুরু হতে চলেছে এশিয়ান কাপ। সেখানে ও ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আশাবাদী জাতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক বেমবেম দেবী।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভারতের পারফরম্যান্স মূলত নির্ভর মাঠ ও মাঠের বাইরে ছেলেরা কতটা চাপ ধরে রাখতে পারছে তার উপর। একজন ফুটবলপ্রেমী হিসেবে আমি সমস্ত খেলাই দেখার চেষ্টা করি। দেখা সম্ভব না হলেও খোঁজ খবর রাখার পুরো চেষ্টা করি। পরবর্তীতে ভারতীয় যুবদলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এতে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। সকলের যৌথ প্রচেষ্টায় এই সফলতা আসছে।

পাশাপাশি তিনি আরও বলেন, ফুটবল খেলা হল একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। তাই দলগতভাবে সাফল্য আনা সম্ভব না হলে ভবিষ্যতে এগিয়ে যাওয়া অসম্ভব। তার কথায় যেকোনো শক্তিশালী দলের কাছে জয় পেতে গেলে গোটা দলকেই সক্রিয় হতে হবে। নাহলে সাফল্য পাওয়া সম্ভব নয়। তবে তিনি আশা করেন, আগামী দিনে আরও যথেষ্ট উন্নতি করবে এই ভারতীয় ব্রিগেড।