Kerala Blasters: অপেক্ষার অবসান ঘটিয়ে কেরালায় সই করলেন প্রাক্তন বাগান ফুটবলার

এইসময়ে দলবদলের বাজারে সকলেই চাইছে নিজেদের পছন্দের ফুটবলারকে দলে টেনে আনতে। বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে মোহনবাগান, ইমামি ইস্টবেঙ্গল হোক কিংবা ওডিশা। সকলেই রয়েছে এই…

Kerala Blasters Secure Signing of Prabir Das After Eagerly Awaited Transfer

এইসময়ে দলবদলের বাজারে সকলেই চাইছে নিজেদের পছন্দের ফুটবলারকে দলে টেনে আনতে। বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে মোহনবাগান, ইমামি ইস্টবেঙ্গল হোক কিংবা ওডিশা। সকলেই রয়েছে এই লড়াইয়ে। পিছিয়ে থাকেনি কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। গত কয়েকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল, তাদের প্রধান প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসির ঘর ভেঙে এক তারকা ফুটবলার কে সই করাতে চলেছে কেরালা। অবশেষে সেই সম্ভাবনার বাস্তবায়ন ঘটল আজ।

সকলকে চমকে দিয়ে আগামী মরশুমের জন্য বেঙ্গালুরু এফসি থেকে এবার কেরালা দলে সই করলেন প্রবীর দাস। যারফলে, আসন্ন ফুটবল মরশুমে বেঙ্গালুরুর বদলে কেরালার জার্সি পড়েই মাঠে খেলবেন এই তারকা। যা নিঃসন্দেহে বড়সড় চমক। বলাবাহুল্য, আইএসএল মরশুমের পাশাপাশি সুপার কাপে ও সাইমনের নেতৃত্বে বেঙ্গালুরু এফসি তে খেলেছিলেন প্রবীর। বিশেষ করে হিরো ইন্ডিয়ান সুপার লিগে সুনীল ছেত্রী ও রয়কৃষ্ণার পাশাপাশি দলের হাল ধরতে অন্যতম ভূমিকা পালন করেছিলেন এই বাঙালি ফুটবলার। তবে এবার দল বদলে একেবারে প্রতিপক্ষের আস্তানায় এই বাঙালি ফুটবলার।

যতদূর জানা গিয়েছে, আগামী ২০২৬ সাল পর্যন্ত কেরালা দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই তারকা। যারফলে, কেরালা দলে যে এক নতুন পোস্টার বয় হয়ে উঠলেন এই ফুটবলার। বলাবাহুল্য, হিরো আইএসএলের একেবারে প্রথম মরশুম থেকেই অন্যমাত্রায় দেখা গিয়েছে কেরল সমর্থকদের। আগাগোড়াই দলের সমস্ত ফুটবলারদের যথাযথ সম্মান প্রদান করে আসে কেরালা। অন্যদিকে এবার দলে রয়েছেন প্রবীর দাস। যিনি সমর্থকদের জন্য নিজের সেরাটা দিতে প্রস্তুত সর্বদা। তাই কেরালায় আসার ফলে, সমর্থকদের আবেগ ও ভালোবাসায় তিনি যে আরও শক্তিশালী হয়ে উঠবেন তা কিন্তু বলাই যায়।