রূপাই টুডু: বড় ক্লাবে খেলার স্বপ্ন নিয়ে এই প্রথম কলকাতা ফুটবল লিগে

এবারের কলকাতা ফুটবল লিগে প্রচুর নতুন ফুটবলার দেখা যাবে। অনেকেই এই প্রথম কলকাতার ক্লাবে খেলার সুযোগ পাচ্ছেন। আগামী দিনে বড় ক্লাবে খেলার নিয়ে ভালো ফুটবল…

Dhfc

এবারের কলকাতা ফুটবল লিগে প্রচুর নতুন ফুটবলার দেখা যাবে। অনেকেই এই প্রথম কলকাতার ক্লাবে খেলার সুযোগ পাচ্ছেন। আগামী দিনে বড় ক্লাবে খেলার নিয়ে ভালো ফুটবল খেলা তাঁদের লক্ষ্য।

শুরু হতে চলা কলকাতা ফুটবল লিগের অন্যতম আকর্ষণ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। দলটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলে আলাদা আকর্ষণ রয়েছে ঠিকই। সেই সঙ্গে পেশাদারিত্ব, নতুন ক্লাবে আধুনিকতার ছোঁয়া, এসবে ইতিমধ্যে তাক লাগিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। স্কোয়াডে রয়েছেন রূপাই টুডু।

ডায়মন্ড হারবারের স্কোয়াডে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড় নেওয়া হয়েছে। যার মধ্যে রূপাই টুডু একজন। বীরভূমের ছেলে। গ্রাম থেকে উঠে এসেছেন। এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেছেন, বীরভূমের বাইরে এই প্রথম কোনো ফুটবলার এতো বড় সুযোগ পেয়েছে। তাঁর প্রতিভা দেখেই দলে নেওয়া হয়েছে। আগামী দিনে বড় ক্লাবের বিরুদ্ধে নিজেকে উজাড় করে দিতে তিনি প্রস্তুত।

ডায়মন্ড হারবার ক্লাবে একটা উদ্যোগ অন্যান্য ক্লাবের থেকে একেবারে আলাদা। সেটা হল ফুটবলারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা। ভিডিওর মাধ্যমে স্কোয়াডের ফুটবলারদের সঙ্গে পরিচয় ঘটানো হয়। যার ফলে খেলোয়াড়দের জীবন সংগ্রাম সম্পর্কে ফুটবল প্রেমীরা আরও বেশি করা জানতে পারছেন।