পাঁচ ম্যাচ হারের জের, গ্যালারিতে উঠল গো ব্যাক স্লোগান

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের। শেষ কবে ম্যাচ জিতেছিল ময়দানের এই প্রধান? সেটাও এখন প্রায় ভুলতে বসেছেন…

East Bengal Coach Carles Cuadrat Faces 'Go Back

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের। শেষ কবে ম্যাচ জিতেছিল ময়দানের এই প্রধান? সেটাও এখন প্রায় ভুলতে বসেছেন সমর্থকরা। এবারের ডুরান্ড কাপের ব্যর্থতা ভুলে আইএসএল থেকে দলকে চেনা ছন্দে ফেরানোর পরিকল্পনা ছিল কোচ কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat)। তবে বর্তমানে তিনি চরম ব্যর্থ। এই নয়া সিজনের শুরুতেই দল হেরে বসেছে মোট পাঁচটি ম্যাচ। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের পাশাপাশি যার মধ্যে রয়েছে এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের কোয়ালিফায়ার সহ আইএসএলের প্রথম তিনটি ম্যাচ।

   

আরও পড়ুন: ফের পরাজয়, আইএসএলে হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের 

গত বছর ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টানটাইনকে বিদায় জানানোর পর এই স্প্যানিশ কোচের হাত ধরেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল লাল-হলুদ সমর্থকরা। সেবার ডুরান্ড কাপের ফাইনাল হারতে হলেও দলের লড়াই মন জিতে নিয়েছিল সকলের। ওই মরসুমের আইএসএলে ও খুব একটা ভালো পারফরম্যান্স ছিলনা দলের। তবে কলিঙ্গ সুপার জয়ের মধ্য দিয়ে সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছিলেন এই স্প্যানিশ কোচ। নতুন সিজনে তাঁকে নিয়ে যে বাড়তি প্রত্যাশা থাকবে, সেটাই স্বাভাবিক। শেষ মরসুমে দলের হাতে পর্যাপ্ত ফুটবলার না থাকলেও এবার পরিস্থিতি অনেকটাই অন্যরকম।

আরও পড়ুন: পিছিয়ে গেল আনোয়ার আলির শুনানি, কবে?

মরসুম শুরুর অনেক আগে থেকেই দর গঠনের কাজে নেমেছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। কোচের পছন্দ অনুযায়ী প্রায় সকল ফুটবলারকেই দলে আনার চেষ্টা করেছে ইস্টবেঙ্গল। যারফলে এবার একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের খেলতে দেখা যাচ্ছে লাল-হলুদ জার্সিতে। কিন্তু পারফরম্যান্স? সময় বদলের পাশাপাশি কোচের নির্দেশ অনুযায়ী দলের ফুটবলার বদল করা হলেও জয়ের দেখা পেতে গিয়ে কার্যত কালঘাম ছুঁটছে ময়দানের এই প্রধানের।

আরও পড়ুন: নুনোকে বেঙ্গালুরু নিয়ে গেল সবুজ-মেরুন, খেলবেন?

এই বছর আনোয়ার আলি থেকে শুরু করে জিকসং সিং সহ দিমিত্রিওস ডায়মান্তাকসের মতো ফুটবলার দলে থাকলেও কাজের কাজ হচ্ছে কোথায়? আসলে ক্লাবের কাছে এবার অপশন থাকলেও তা কাজে লাগাতে গিয়ে প্রায় ভিরমি খাওয়ার জোগাড় কুয়াদ্রাতের। প্রত্যেক ম্যাচেই তাঁর খেলোয়াড় বদলের পাশাপাশি প্রথম একাদশ সাজানো নিয়ে দেখা দিচ্ছে বিতর্ক। এই পরিস্থিতিতে ক্রমশ ধৈর্য্যের বাঁধ ভাঙছে সমর্থকদের। যার বহিঃপ্রকাশ ঘটেছে আজ যুবভারতীতে। ঘরের মাঠে এফসি গোয়ার কাছে পরাজিত হওয়ার পর গ্যালারি জুড়ে উঠল একটাই স্লোগান “গো ব্যাক কুয়াদ্রাত।”