সার্বিয়ান ফুটবলারকে সই করাল এফসি গোয়া

মানালো মার্কেজের তত্ত্বাবধানে শেষ মরসুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল এফসি গোয়া (FC Goa)। যারফলে অনায়াসেই প্লে-অফে সুযোগ করে নিয়েছিল এই দল। কিন্তু মুম্বাই সিটি এফসির…

Dejan Drazic

মানালো মার্কেজের তত্ত্বাবধানে শেষ মরসুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল এফসি গোয়া (FC Goa)। যারফলে অনায়াসেই প্লে-অফে সুযোগ করে নিয়েছিল এই দল। কিন্তু মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হয়ে ট্রফি জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় জয় গুপ্তদের। সেই সব ভুলে আসন্ন সিজনে ঘুরে দাঁড়াতে মরিয়া গোয়া শিবির। সেইমতো বেশকিছু দাপুটে ফুটবলারদের দলে নিয়েছে ম্যানেজমেন্ট।

   

এবার সেই তালিকায় যুক্ত হলেন দেজান ড্রাজিচ (Dejan Drazic)। বুধবার নিজেদের সোশ্যাল সাইট থেকে এই সার্বিয়ান ফুটবলারের নাম ঘোষণা করেছে এফসি গোয়া। পূর্বে সাইপ্রাসের ফুটবল ক্লাব এথনিকস আচনাসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গত মে মাসে সেই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয় দেজানের। তারপর থেকেই এই উইঙ্গারকে দলে নিতে আসরে নামে এফসি গোয়া।

অবশেষে আইএসএলের ক্লাবের সঙ্গে যুক্ত হলেন ড্রাজিচ। উইংয়ের পাশাপাশি মাঝমাঠে ও যথেষ্ট দক্ষ এই ফুটবলার। একটা সময় সার্বিয়ার অনূর্ধ্ব উনিশ দল থেকে উঠে এসেছিলেন তিনি। পরবর্তীতে অনূর্ধ্ব কুড়ি এবং অনূর্ধ্ব একুশ দলে ও সুযোগ পেয়েছেন নিয়মিতভাবে। পাশাপাশি ইউরোপের একাধিক ফুটবল ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকার।

সার্বিয়ার এই ফুটবলারের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের আপফ্রন্টকে। এছাড়াও আর্মান্দো সাদিকুর মতো ফুটবলারকে চূড়ান্ত করে ফেলেছে গোয়া শিবির। সব ঠিকঠাক থাকলে নয়া সিজনে যথেষ্ট ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন দুই ফুটবলার।