Transfer window: আদা-জল খেয়ে রয় কৃষ্ণাকে দলে নিল ISL ক্লাব

এবারের ট্রান্সফার উইন্ডোতে (Transfer window) নজর কাড়ছে ওড়িশা এফসি (Odisha FC)। খুব বড় মাপের তারকাকে সই না করলেও এখনও পর্যন্ত যে দল তারা সাজিয়েছে সেটা সমীহ করার মতো।

Roy Krishna

এবারের ট্রান্সফার উইন্ডোতে (Transfer window) নজর কাড়ছে ওড়িশা এফসি (Odisha FC)। খুব বড় মাপের তারকাকে সই না করলেও এখনও পর্যন্ত যে দল তারা সাজিয়েছে সেটা সমীহ করার মতো। এবার আক্রমণভাগে ধার বাড়িয়ে রয় কৃষ্ণাকেও (Roy Krishna) সই করিয়ে নিল ওড়িশা এফসি।

ট্রান্সফার উইন্ডোর শুরু থেকে আগ্রাসী মনোভাব দেখিয়েছে ওড়িশা এফসি। ইস্টবেঙ্গলের নাকের ডগা থেকে সেরজিও লোবেরাকে হেড কোচ হিসেবে নিয়োগ করেছে ইন্ডিয়ান সুপার লীগের এই ক্লাব। কোচ নিয়োগ হওয়ার পর ধীরে ধীরে দল গঠনের কাজ এগিয়েছে ওড়িশা। এবার রয় কৃষ্ণাকে সই করিয়ে ফুটবল প্রেমীদের কার্যত চমক দিয়েছে সৈকত নগরীর এই দল।

roy krishna bengaluru fc

লোবেরা ওড়িশায় আসার কিছু দিন পর থেকে ওড়িশার ক্লাব থেকে আসতে শুরু করেছিল একের পর এক সই সংবাদ। পুরনো কিছু ছাত্রকে প্রাধান্য দিয়েছেন ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম জনপ্রিয় কোচ। তবে ভারতে লোবেরার প্রশিক্ষণে কখনও খেলেননি রয়। এবার প্রথম এক সঙ্গে ক্লাবের হয়ে ভূমিকা রাখতে চাইছেন দুজনে। লোবেরা এমনিতে তারকা ফুটবলারদের নিয়ে কাজ করে থাকেন। রয় যেমন তারকা তেমনই একজন টিম ম্যান।

কলকাতায় নিজের জাত চিনিয়েছেন ফিজির জাতীয় দলের ক্যাপ্টেন রয় কৃষ্ণা। এটিকে এবং পরে এটিকে মোহন বাগানের হয়ে দুরন্ত ফর্ম প্রদর্শন করেছিলেন। সবুজ মেরুন শিবির থেকে ফিজিয়ান তারকাকে দলে নিয়েছিল বেঙ্গালুরু এফসি। প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ওড়িশায় এসে নিজের পূরণ ফর্ম কি আবার ফিরে পাবেন ভারতের মাটিতে খেলা অন্যতম সেরা বিদেশি স্ট্রাইকার? প্রশ্নের উত্তরের সন্ধানে থাকবেন ফুটবল প্রেমীরা।