Transfer window: ট্রাউ এফসির প্রতিভাবানকে দলে টানল আইএসএলের এই ক্লাব

Transfer window: আগামী কয়েকমাস পরেই শুরু হবে হিরো ইন্ডিয়ান সুপার লিগের (ISL ) মরশুম। সেকথা মাথায় রেখে বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রস্তুতি অনেকটাই এগিয়ে গিয়েছে সমস্ত ক্লাব।

Buanthanglun Samte

Transfer window: আগামী কয়েকমাস পরেই শুরু হবে হিরো ইন্ডিয়ান সুপার লিগের (ISL ) মরশুম। সেকথা মাথায় রেখে বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রস্তুতি অনেকটাই এগিয়ে গিয়েছে সমস্ত ক্লাব। আইএসএল জয়ী ক্লাব গুলির পাশাপাশি অন্যান্য হেভিওয়েট দলগুলি এক্ষেত্রে অনেকটা এগিয়ে গেলেও অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলির তুলনায় কিছুটা দেরীতে কাজ শুরু করলেও নয়া দল গঠনের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা রাখতে চাইছে না নর্থইস্ট ইউনাইটেড। শেষ ফুটবল মরশুমটা খুব একটা সুখকর হয়নি তাদের পক্ষে।গতবার লিগ টেবিলের শেষে থেকেই মরশুম শেষ করতে হয়েছে তাদের। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া এই ক্লাব।

সেইমতো নতুন কোচ ও থিঙ্ক ট্যাঙ্কের পাশাপাশি একেবারে নতুন করে সাজানো হয়েছে গোটা ম্যানেজমেন্ট। পাশাপাশি দল গঠনের ক্ষেত্রে দেখা দিয়েছে চমক। গত পড়শু দিন দলের সঙ্গে যুক্ত করা হয় দেশের তারকা লেফট উইঙ্গার রিডিম ট্যালাং কে। যা নিঃসন্দেহে বড়সড় চমক। একটা সময় শিলং লাজং এফসির মাধ্যমে পেশাদার ফুটবলার হিসেবে সূচনা করেছিলেন এই ফুটবলার। পরবর্তীতে সুযোগ পান নর্থইস্ট ইউনাইটেডে।

সেবারই প্রথম আইএসএলে খেলতে আসা। তারপর কয়েকটি সিজনে ওডিশা ও এফসি গোয়াতে কাটিয়ে এবার ফের চলে আসলেন নিজের পুরোনো ফুটবল দলে। শেষ মরশুমে এফসি গোয়ার হয়ে ও যথেষ্ট ঝলমলে থেকেছিলেন তিনি। সেজন্য নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে তাকে ফের দলে টেনে নিয়েছে নর্থইস্ট ইউনাইটেড।

তবে সেখানেই শেষ নয়। এবার আইলিগ খেলা অন্যতম দল ট্রাউ এফসি থেকে যথেষ্ট প্রতিভাবান লেফট ব্যাক বুয়ানথানলুং সামতেকে দলে সই করিয়ে নিল আইএসএলের এই ফুটবল ক্লাব। যতদূর জানা গিয়েছে, আগামী তিনটি মরশুমের জন্য এই দলের সঙ্গে যুক্ত করা হয়েছে এই প্রতিভাবান কে। সব ঠিকঠাক থাকলে আগত ফুটবল মরশুমে দলের জার্সিতে প্রথম একাদশে দেখা যেতে পারে এই তারকা ফুটবলার কে। তাছাড়া সামতের উপস্থিতিতে দলের রক্ষনভাগ যে অপেক্ষাকৃত মজবুত হবে, তা কিন্তু বলাই যায়।