Hero Alom: গণপিটুনি খেয়ে নির্বাচন প্রত্যাখ্যান হিরো আলমের, হামলায় অভিযুক্তরা জয়ী

উপনির্বাচনে ভোট প্রার্থী হিরো আলমকে (Hero Alom)  গণপিটুনিতে অভিযুক্ত বাংলাদেশের (Bangladesh) শাসকদল আওয়ামী লীগের যুব ও ছাত্র শাখার সদস্যরা। জনপ্রিয় ইউটিউবার তথা ঢাকা ১৭ নম্বর…

উপনির্বাচনে ভোট প্রার্থী হিরো আলমকে (Hero Alom)  গণপিটুনিতে অভিযুক্ত বাংলাদেশের (Bangladesh) শাসকদল আওয়ামী লীগের যুব ও ছাত্র শাখার সদস্যরা। জনপ্রিয় ইউটিউবার তথা ঢাকা ১৭ নম্বর সংসদীয় আসনের নির্দল প্রার্থী হিরো আলমকে তাড়া করে মারধরের ঘটনায় বাড়ছে বিতর্ক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে তাকে গণপিটুনি দেওয়ার ভিডিও আর ছবি। এর জেরে তীব্র অস্বস্তিতে আওয়ামী লীগ। হাসপাতালে চিকিৎসাধীন হিরো আলমের অভিযোগ, যারা মেরেছে তাদের গলায় নৌকা চিহ্নের ব্যাজ ঝুলছিল।

আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা আর হামলাকারীদের ছবি দেখে অনেকেই তাদের শাসকদলের যুব নেতা-কর্মী বলে চিহ্নিত করছেন। ফলে নির্দল প্রার্থী হিরো আলমের অভিযোগ সত্যতা পাচ্ছে। তিনি যে আসনে প্রার্থী ছিলেন সেই ঢাকা ১৭ নম্বর সংসদীয় কেন্দ্রের উপনির্বাচনে জয় নিশ্চিত বলে মনে করছে আওয়ামী লীগ। কেন্দ্রটি তাদেরই দখলে ছিল। বাংলাদেশের সর্বকালীন শ্রেষ্ঠ অভিনেতা ফারুক ছিলেন এই কেন্দ্রের সাংসদ। তাঁর প্রয়াণে উপনির্বাচন।

নির্দল প্রার্থী হিরো আলমকে গণপিটুনির ঘটনায় দু:খ প্রকাশ করেছেন এই কেন্দ্রের আওয়ামী লীগের প্রার্থী মহম্মদ এ আরাফত। তিনি বলেন, ‘একজন প্রার্থীর ওপর হামলা করা হয়েছে। আমি শুনেছি ও জেনেছি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। যারা হামলা করেছেন, তারা নির্বাচনটিকে বিতর্কিত করার অপচেষ্টা করেছে বলে আমার মনে হয়। এ ঘটনায় আমি নিন্দা জানাই।’

এদিকে হিরো আলমের উপর হামলার ঘটনায় তদন্তে নেমেছে ঢাকা মহানগর পুলিশ। কয়েকজনকে আটক করা হয়েছে। হিরো আলম বলেছেন, তিনি কোনওরকমে ভোট কেন্দ্র থেকে পালিয়ে বেঁচেছেন। তিনি পরে জানান, এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন।

ঢাকা ১৭ আলনের উপনির্বাচনে আওয়ামী লীগের মহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আকবর হোসেন ছাড়াও ছিলেন নির্দল  আশরাফুল আলম (হিরো আলম) ও তারিকুল ইসলাম। তবে খালেদা জিয়ার নেতৃত্বাধীন মূল বিএনপি দল ভোট বয়কট করেছে।