মোহনবাগান দিবসে সমর্থকদের জন্য থাকছে চমক, মিলল ইঙ্গিত

নয়া মরসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ করবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সেজন্য দলকে আরো শক্তিশালী করতে মরিয়া বাগান কর্তারা। একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের যুক্ত করা…

Mohun Bagan Day

নয়া মরসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ করবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সেজন্য দলকে আরো শক্তিশালী করতে মরিয়া বাগান কর্তারা। একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের যুক্ত করা হয়েছে দলের সঙ্গে।‌ কিন্তু সেখানেই শেষ নয়। আরো বেশ কয়েকজন ফুটবলার যোগ দিতে চলেছেন সবুজ-মেরুন শিবিরে।

   

সেই ঘোষণার অপেক্ষায় বাগান জনতা। কিন্তু কবে ঘোষিত হবে নয়া ফুটবলারের নাম? বিশেষ সূত্র মারফত খবর, আগামী ২৯ শে জুলাই অর্থাৎ মোহনবাগান দিবসে নতুন ফুটবলারের নাম ঘোষণা করতে পারে ময়দানের এই প্রধান। যারফলে আরো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে সমর্থকদের। উল্লেখ্য, এই দিন থেকেই হেড কোচের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করবে বাগানের সিনিয়র দল।

কিন্তু কে আসতে পারেন সবুজ-মেরুন শিবিরে? এক্ষেত্রে প্রথমেই উঠে আসে অস্ট্রেলিয়ান ফুটবলার জেমি ম্যাকলারেনের নাম। গত সিজনে অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটির হয়ে খেলেছিলেন তিনি। নতুন সিজনের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই তাঁর সাথে কথাবার্তা শুরু করেছিল মোহনবাগান। যতদূর খবর, ইতিমধ্যেই দলের চুক্তি পত্রে নাকি সই করে ফেলেছেন এই অজি তারকা। শুধু ঘোষনার অপেক্ষা।