ফের ভয়াবহ আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল রাজ্য। মাওবাদী হামলায় (Maoist Attack) শহীদ হলেন দুজন জওয়ান। ছত্তিশগড়ের বিজাপুরে আইইডি বিস্ফোরণ হয়েছে। এতে শহীদ হয়েছেন দুই জওয়ান। জখম হয়েছেন আরও চার জওয়ান বলে খবর। আহতদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। খারাপ আবহাওয়া থাকার জেরে সমস্যা তৈরি হয়েছে বলে জানাচ্ছেন নিরাপত্তা আধিকারিকরা।
জানা গিয়েছে, জেলার তারেম থানা এলাকায় মান্ডিমারকার জঙ্গলে তল্লাশি থেকে ফেরা জওয়ানদের উপর অতর্কিত হামলা চালায় মাওবাদীরা এবং পাইপ বোমার মাধ্যমে আইইডি বিস্ফোরণ ঘটায়। আর এই ঘটনায় দুই জওয়ান শহিদ হন, আহত হন চারজন। বিগত কয়েকদিন ধরেই ছত্তিশগড়ের জায়গায় জায়গায় মাওবাদী বিরোধী অভিযানে লিপ্ত হয়েছেন আধিকারিকরা। সাফল্যও পাচ্ছেন। কিন্তু আজ ঘটে গেল অপ্রীতিকর ঘটনা।
জানা গিয়েছে, সিআরপিএফ, কোবরা, সিএএফ, ডিআরজি এবং এসটিএফের জওয়ানরা মাওয়াব্দী বিরোধী অভিযানে বেরিয়েছিলেন, বুধবার জওয়ানরা ফিরে আসছিলেন যে গতকাল রাতে তারেম থানা এলাকার মান্ডিমারকার জঙ্গলে মাওবাদীদের লাগানো পাইপ বোমা বিস্ফোরিত হয়। এই ঘটনায় এসটিএফের হেড কনস্টেবল ভরত লাল সাহু এবং কনস্টেবল সাতের সিং শহীদ হন। পুরুষোত্তম নাগ, কোমল যাদব, সিয়ারাম সোরি এবং সঞ্জয় কুমার আহত হয়েছেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য বিজাপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।
আহতদের অবস্থা বিবেচনায় রায়পুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হলেও খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার উড়তে পারছে না, বর্তমানে ঘটনার পর থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত বড় কোনো কর্মকর্তা এ বিষয়ে কোনো বিবৃতি দেননি।
Chhattisgarh | Two security personnel have lost their lives, four injured in IED blast triggered by naxals in Bijapur district, confirms Bastar Police.
The security personnel who were part of an anti-naxal operation in the district were returning from the search operation when…
— ANI (@ANI) July 18, 2024