গত শনিবার এক অনবদ্য লড়াইয়ের সাক্ষী থেকেছে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়াম। যেখানে আইএসএল ফাইনালে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক মেজাজে দেখা গিয়েছিল দুই দলের ফুটবলারদের কে। তবে ম্যাচের একেবারে ১৪ মিনিটের মাথায় দিমিত্রির নেওয়া পেনাল্টি থেকে ১-০ গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। তবে প্রথমার্ধের শেষেই পেনাল্টি থেকে গোল করেন সুনীল ছেত্রী। যারফলে প্রথমার্ধের ফলাফল থাকে ১-১ গোল।
দ্বিতীয়ার্ধে রয়কৃষ্ণার হেডে ২-১ ব্যবধান করে বেঙ্গালুরু। কিন্তু ম্যাচের শেষ কোয়ার্টারে রেফারির থেকে পেনাল্টি আদায় করে কিয়ান (Kiyan Nassiri)। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ভারতীয় ফুটবল মহলে। সেই পেনাল্টি থেকেই ২-২ ব্যবধান করেছিল এটিকে মোহনবাগান। তবে বক্সের বাইরে পরে যাওয়ার পরেও কেন সেটি পেনাল্টি হিসেবে গন্য হবে তা নিয়ে ঝড় বয়ে গিয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। এবার সেই নিয়ে মুখ খুললেন জামশেদ নাসিরি।
সেদিন এই ঘটনায় পেনাল্টি দেওয়ার জন্য রেফারি কে কাঠগড়ায় তুলেছিলেন খোদ বেঙ্গালুরু কোচ সাইমন ও দলের কর্নধার জিন্দাল। এই প্রসঙ্গে এক জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে কিংবদন্তি ফুটবলার জামশেদ নাসিরি বলেন, সেই গোল নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। মাঠের মধ্যে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। সেইসাথে ছেলের খেলা নিয়ে তিন বলেন, কিয়ানের খেলা যথেষ্ট ভালো লেগেছে। কখন কোন দায়িত্ব পালন করতে হবে সেটা ও ভালো মতোই জানে। ও সেটাই করেছে।
তবে নিজের ছেলের থেকে ও বেশি বাংলা দলের সাফল্য কে গুরুত্ব দিচ্ছেন তিনি। এই প্রাক্তন তারকার কথায়, খুবই ভালো লাগছে, বহু সময় পর বাংলার কোনও ক্লাবে ট্রফি ঢুকল। বহুবছর পর আবার বাংলার দল দেশের সেরা হল। এই আনন্দ বলে বোঝানো মুশকিল। গত শনিবার চ্যাম্পিয়ন হওয়ার পর রবিবার সকালে বৃষ্টিভেজা কলকাতায় পা রেখেছেন সবুজ-মেরুন ফুটবলাররা। তাই কিয়ানের সঙ্গে কথা হওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এখনো সেভাবে কথা হয়নি। ওরা সেলিব্রেশনে ব্যস্ত। তবে যেটুকু কথা হয়েছে, তাতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আসন্ন টুর্নামেন্ট গুলি ভালো খেলার নির্দেশ দিয়েছেন ছেলেকে।