Fact Check: নিজেদের দোষে দলের বাইরে ইশান-শ্রেয়াস? জানুন সত্যিটা

Fact Check: আগামী ১১ জানুয়ারি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। এর জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছে। শ্রেয়াস আইয়ার বা…

Ishan Kishan and Shreyas Iyer

Fact Check: আগামী ১১ জানুয়ারি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। এর জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছে। শ্রেয়াস আইয়ার বা ইশান কিষাণ কেউই এই দলে নেই। আইয়ার এবং কিষাণ দুজনকেই নির্বাচিত না করার জন্য অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে। প্রাক্তন ক্রিকেটাররাও এ নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু এখন এমনও দাবি করা হচ্ছে যে, আইয়ার ও ঈশানকে শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু সত্যি কি তাই?

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ইশান কিষাণ ও শ্রেয়াস আইয়ার দুজনের ওপরই ক্ষুব্ধ ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। এর জন্য দুটি ভিন্ন কারণ প্রকাশ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় আইয়ারের খেলা ও পারফরম্যান্সের সঙ্গে সম্পর্কিত কারণ নিয়ে নির্বাচকরা ক্ষুব্ধ ছিলেন বলে লেখা হচ্ছে কোথাও কোথাও। এই কারণে, নাকি আফগানিস্তান সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকায় আইয়ার যে ধরনের শট আউট হয়েছেন, তাতে অসন্তুষ্ট টিম ইন্ডিয়ার নির্বাচক কমিটি।

এখন শ্রেয়াস আইয়ারকে দ্বাদশ থেকে মুম্বইয়ের হয়ে রঞ্জি ম্যাচ খেলতে দেখা যাবে। অন্যদিকে টেস্ট সিরিজের আগেই নাম প্রত্যাহার করে নেন ঈশান। এমনকি টি-টোয়েন্টিতেও খেলেননি তিনি। তিনি মানসিক অবসাদে ভুগছেন এবং গত এক বছরে প্রতিটি সিরিজে ক্রমাগত দলের অংশ হওয়ার পরেও এখন আলোচনার বাইরে রয়েছেন। এরপর দুবাইয়ে একটি অনুষ্ঠানে যান তিনি। এ নিয়ে বোর্ড নাকি ক্ষুব্ধ ছিল। এর পরেই সংবাদ মাধ্যমে খবর আসে, ইশান নিজের ভুলে দলের বাইরে। কিন্তু কোচ রাহুল দ্রাবিড় এই প্রতিবেদনগুলি প্রত্যাখ্যান করেছিলেন।

সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, আইয়ার ও ইশান কিষাণের শৃঙ্খলাহীনতায় বোর্ড ক্ষুব্ধ হলেও রাহুল দ্রাবিড় এ বিষয়ে ছবি পরিষ্কার করে দিয়েছেন। এখন পর্যন্ত দুজনকেই আফগানিস্তান সিরিজের জন্য নির্বাচিত করা হয়নি। এই দলে রয়েছেন জিতেশ শর্মা ও সঞ্জু স্যামসন। এই দুজনের মধ্যে যে কেউ যদি ভালো পারফর্ম করে, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইশান কিষাণ ও শ্রেয়াস আইয়ারের জায়গা বিপদে পড়তে পারে।