Kerala Blasters: এবার এই দাপুটে মিডফিল্ডারকে দলে টানল কেরালা

বর্তমানে আইএসএলের সুপার লিগের শীর্ষে দখল করে রেখেছে দক্ষিণের ফুটবল দল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ১২ ম্যাচ খেলে তাদের ঝুলিতে রয়েছে ২৬ পয়েন্ট। তাদের পরেই…

Fedor Černych

বর্তমানে আইএসএলের সুপার লিগের শীর্ষে দখল করে রেখেছে দক্ষিণের ফুটবল দল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ১২ ম্যাচ খেলে তাদের ঝুলিতে রয়েছে ২৬ পয়েন্ট। তাদের পরেই রয়েছে মানালো মার্কেজের এফসি গোয়া ফুটবল ক্লাব। দুই ম্যাচ কম খেলে তাদের সংগ্রহে রয়েছে ২২ পয়েন্ট।

উল্লেখ্য, গত ফুটবল মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের কোয়ার্টার ফাইনালে উঠলেও পরাজিত হতে হয়েছিল আইএসএল জয়ী ফুটবল দল বেঙ্গালুরু এফসির বিপক্ষে। সেবার তেমন কিছু করতে না পারলেও এই মরশুমে অনবদ্য পারফরম্যান্স রয়েছে কেরালার। একের পর এক শক্তিশালী ফুটবল দলকে পরাজিত করেছে তারা টুর্নামেন্টর প্রথম লেগে। এবার সেই ধারাই বজায় রাখার পরিকল্পনা তাদের। এই মর্মেই এবার উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বড়সড়ো চমক দিল কেরালা।

ঘন্টা কয়েক আগেই নিজেদের অফিসিয়াল সাইট থেকে এক বিদেশি মিডফিল্ডারের যোগ দেওয়ার কথা ঘোষণা করা হয়। তিনি ফেডার চের্নিশ। একটা সময় ডিনেমো মস্কো থেকে শুরু করে ওরানবার্গের মতো ফুটবল টিমে খেলেছেন এই তারকা। বলতে গেলে, নিজের ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছেন রাশিয়ার প্রথম টায়ারের বিভিন্ন ফুটবল ক্লাবে। সেখান থেকেই এবার আসছেন ভারতীয় ফুটবল দল কেরালা ব্লাস্টার্সে। তার উপস্থিতি কেরালা দলে যে বাড়তি অক্সিজেন দেবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আসন্ন দ্বিতীয় লেগে তাকে রেখেই এবার এগোতে চাইছে দক্ষিণের এই ফুটবল দল।

অন্যদিকে, আজ সুপার কাপের গ্রুপ পর্বের ম্যাচে শিলং রাজং এফসিকে বড় ব্যবধানে পরাজিত করে যাত্রা শুরু করেছে ইভান ভুকোমানোভিচের ছেলেরা। তবে লিথুয়ানিয়ার জাতীয় দলের এই অধিনায়কের সাইনিং আজ যথেষ্ট হইচই ফেলে দিয়েছে ভারতীয় ক্লাব ফুটবলে।