East Bengal: লাল-হলুদের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছেন ক্রেসপো

কিছুদিন আগেই এই মরশুমের মতো আইএসএল অভিযান শেষ করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব।‌ সেই নিয়ে কিছুটা হলেও হতাশা‌ রয়েছে সমর্থকদের মধ্যে। তবে গত কয়েক…

Saul Crespo Set to Extend Contract with East Bengal

কিছুদিন আগেই এই মরশুমের মতো আইএসএল অভিযান শেষ করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব।‌ সেই নিয়ে কিছুটা হলেও হতাশা‌ রয়েছে সমর্থকদের মধ্যে। তবে গত কয়েক বছরের তুলনায় এবার অনেকটাই দ্রুততার সাথে ঘর গোছানোর কাজ শুরু করেছে ইমামি ম্যানেজমেন্ট। বলতে গেলে গত কয়েক মাস ধরেই নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এই প্রধান। পূর্বেই তারা নিশ্চিত করেছে ফরাসি ফুটবলার মাদিহ তালালকে।

এই সিজনে পাঞ্জাব এফসির হয়ে খেললেও আগামী দুইটি সিজনের জন্য ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে নামবেন তিনি। যা এক প্রকার চূড়ান্ত বলাই চলে‌। তবে শুধু নতুন খেলোয়ার নয়, নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গেও চুক্তি বাড়ানোর কথা শোনা গিয়েছিল ম্যানেজমেন্টের তরফ থেকে। হিজাজি মাহের থেকে শুরু করে ক্লেটন সিলভা, সাউল ক্রেসপো,আলেকজান্ডার প্যান্টিচ সহ সৌভিক চক্রবর্তীর নাম উঠে আসছিল প্রবলভাবে।

পূর্বেই জানা গিয়েছে যে আগামী দুইটি মরশুমের জন্য লাল-হলুদের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছেন জর্ডানের দাপুটে ডিফেন্ডার হিজাজি মাহের। এই সিজনে ইস্টবেঙ্গল দলে আসার পর থেকেই বদলে গিয়েছে রক্ষনভাগের পরিস্থিতি। প্রথমদিকে কিছুটা সময় লাগলেও পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথে নিজেকে প্রমাণ করেছেন এই তারকা।

সেজন্য, নতুন মরশুমের কথা মাথায় রেখে বেঙ্গালুরু এফসির পাশাপাশি সৌদির বেশকিছু ক্লাবের তরফ থেকেও প্রস্তাব আসে তার কাছে‌। কিন্তু শেষ পর্যন্ত ভারতেই থাকার সিদ্ধান্ত নিয়ে নেন এই ফুটবলার। এবার সেই তালিকায় সংযুক্ত হতে চলেছে স্প্যানিশ ফুটবলারের নাম।

তিনি সাউল ক্রেসপো। এই মরশুমে ইস্টবেঙ্গলের জার্সিতে যথেষ্ট সাবলীল থেকেছেন তিনি। বল পায়ে গোল করার পাশাপাশি বেশকিছু অ্যাসিস্ট ও রয়েছে এই তারকার। কিন্তু নতুন মরশুমে আদৌ তাকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে এবার উঠে আসল নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আগামী দুইটি সিজনের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বাড়ানোর পথে সাউল ক্রেসপো। যারফলে, আবারও লাল-হলুদ জার্সিতে মাঠ কাঁপাতে দেখা যেতে পারে এই মিডফিল্ডারকে।