Emami East Bengal: ডিরেক্টরের কাছে একঝাঁক ফুটবলার-কোচের তালিকা পাঠাল ক্লাব

আগামী মরশুম থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল (Emami East Bengal)। তাই আজ ক্লাবের দুই ডিরেক্টর আদিত্য আগরওয়াল ও মনীশ গোয়েঙ্কার কাছে খেলোয়াড় সম্পর্কিত একটি বিশেষ চিটি পাঠানো হয় ক্লাবের তরফে।

Emami East Bengal logo on a red and yellow background.

এবারের সমস্ত ভুল-ভ্রান্তি শুধরে আগামী মরশুম থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল (Emami East Bengal)। তাই আজ ক্লাবের দুই ডিরেক্টর আদিত্য আগরওয়াল ও মনীশ গোয়েঙ্কার কাছে খেলোয়াড় সম্পর্কিত একটি বিশেষ চিটি পাঠানো হয় ক্লাবের তরফে। যেখানে ক্লাব সমিতির সদস্যদের পাশাপাশি প্রাক্তন খেলোয়াড়দের মনোনীত একঝাঁক ফুটবলার ও কোচের নাম উল্লেখ করা হয়।

সেই চিঠিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়, গত ২০২২ সালে ইস্টবেঙ্গল ক্লাব ও ইমামির মধ্যে যে সম্পর্কের সূচনা ঘটেছিল তা একটি যুগান্তকারী বিষয়। তবে ইমামির তরফ থেকে দল গঠনের যে পরিকল্পনা করা হয়েছে তা বেশ কিছু ক্ষেত্র ক্লাব ও সমর্থকদের আশাহত করেছে। যারফলে ভুল সংশোধনের জন্য তারা বারংবার ইমেল করার পাশাপাশি ক্লাবে বহু চিঠি পত্র প্রেরন করছে। তাই গোটা বিষয়টি মাথায় রেখে গত ফেব্রুয়ারি মাসে নিজেদের সদস্যদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করা হয় ক্লাবের তরফে। সেখানে কোচ সহ রক্ষনভাগ ও আক্রমন ভাগের ক্ষেত্রে একাধিক খেলোয়াড়ের নাম উঠে এসেছে। সেই সংক্রান্ত সবকিছুর একটি বিশেষ তালিকা পাঠানো হল ক্লাবের তরফ থেকে।

বলাবাহুল্য, ইনভেস্টর আসে ইনভেস্টর যায়, দল নিয়ে মনমালিন্য আগের মতোই থেকে যায়। লিগ টেবিলের ৯ নম্বরে থেকে এবারের মতো আইএসএল অভিযান শেষ করেছে স্টিফেন কনস্টানটাইনের লাল-হলুদ ব্রিগেড। যা নিয়ে ক্ষোভের শেষ নেই সমর্থকদের মধ্যে। তাই এবছরের সমস্ত ভুল শুধরে নিয়ে আগামী মরশুমের জন্য এখন থেকেই দল তৈরির কাজে নামতে চাইছে ইস্টবেঙ্গল। তাই দিনকয়েক আগে দলের অন্যতম কান্ডারী ক্লেটন সিলভার সঙ্গে এক বছরের চুক্তি বাড়িয়েছে লাল-হলুদ। এবার বাকি এগারো সহ শক্তিশালী রিজার্ভ বেঞ্চ তৈরি করতে মরিয়া সকলে। তবে আগামী মরশুমের কথা ভেবে আদৌ কি সিদ্ধান্ত উঠে আসে, এখন সেদিকেই নজর সকলের।