Mohun Bagan: চোটের কারণে ওডিশা ম্যাচে অনিশ্চিত সবুজ-মেরুন তারকা

মাস কয়েক আগে এএফসি কাপের প্রথম ম্যাচে শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করে নিজেদের অভিযান শুরু করেছিল সবুজ-মেরুন (Mohun Bagan) ব্রিগেড। তারপর মালদ্বীপের মাজিয়া রিক্রিয়েশন স্পোর্টসের…

Dimitri Petratos

মাস কয়েক আগে এএফসি কাপের প্রথম ম্যাচে শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করে নিজেদের অভিযান শুরু করেছিল সবুজ-মেরুন (Mohun Bagan) ব্রিগেড। তারপর মালদ্বীপের মাজিয়া রিক্রিয়েশন স্পোর্টসের মতো দলের বিপক্ষে ও আসে জয়। তবে শেষ ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে শেষ রক্ষা হয়নি।

অ্যাওয়ে ম্যাচে তাদের বিপক্ষে এগিয়ে থেকেও তিন পয়েন্ট মাঠে ফেলে আসতে হয়েছিল মেরিনার্সদের। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল সকলের মধ্যে। তবে এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য হুয়ান ফেরেন্দোর। সেইমতো গত পড়শু থেকেই নিজেদের ঘরের মাঠে অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান দল। লক্ষ্য একটাই। দলের জয় সুনিশ্চিত করা।

উল্লেখ্য, গত ম্যাচে বাংলাদেশের শক্তিশালী দল বসুন্ধরা কিংসের কাছে পরাজিত হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস। অ্যাওয়ে ম্যাচে তাদের বিপক্ষে মনবীর সিংয়ের করা গোলে দল এগিয়ে থাকলেও পরবর্তীতে রবিনহোদের দাপটে কার্যত উড়ে যায় বাগান ব্রিগেড। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল সকলের মধ্যে। তবে এবার ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য মেরিনার্সদের। এক্ষেত্রে নিজেদের ঘরের মাঠে মুর্তাজা ফলদের ওডিশা এফসিকেই বেছে নিয়েছে মোহনবাগান। তবে এক্ষেত্রে নতুন করে দেখা দিয়েছে চোটের সমস্যা। যা নিয়ে চিন্তিত সকলেই।

আসলে, গতকাল অনুশীলন করতে গিয়ে পুনরায় পায়ে চোট আসে অজি তারকা দিমিত্রি পেট্রতোসের। যারফলে, পরবর্তীতে দলের বাকি ফুটবলাররা অনুশীলন করলেও ড্রেসিং রুমে চলে যান দিমি। অনুশীলনের শেষেরদিকে মাঠে আসতে দেখা যায় তাকে। তবে আজও দলের সঙ্গে খুব একটা দেখা যায়নি তাকে। যারফলে, আসন্ন এএফসি কাপে ওডিশার বিপক্ষে হয়ত মাঠে দেখা যাবে না আপফ্রন্টের এই দাপুটে ফুটবলারকে।