Kerala Blasters: এই অজি উইঙ্গারকে দলে নিতে মরিয়া কেরালা, চিনুন

গত ফুটবল মরশুমের ব্যর্থতা ভুলে এবার নতুন নিজেদের মেলে ধরতে মরিয়া কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।

bruce kamau

গত ফুটবল মরশুমের ব্যর্থতা ভুলে এবার নতুন নিজেদের মেলে ধরতে মরিয়া কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। তাই গত সুপার কাপের পর থেকেই দলবদলের বাজারে নজর রাখতে শুরু করে ম্যানেজমেন্ট। পরবর্তীতে সকলকে চমকে দিয়ে বেঙ্গালুরু এফসি দলের অন্যতম তারকা ফুটবলার প্রবীর দাসকে দলে টেনে নেয় দক্ষিণের এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় চমক থাকে সকলের কাছে।

আসলে গত মরশুমে এই দলের বিপক্ষে বিতর্কিত কোয়ার্টার ফাইনালে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের। সেই দলের ভাঙন ধরিয়ে কিছুটা হলেও যেন তৃপ্তি পায় কেরল সমর্থকরা। পরবর্তীতে এটিকে মোহনবাগান দলের অধিনায়ক প্রীতম কোটালকে ও সোয়াপ ডিলের মাধ্যমে দলে টেনে নেয় কেরালা ব্লাস্টার্স। তার বদলে সাহাল আবদুল সামাদকে ছাড়তে হয় গতবারের এই আইএসএল জয়ী দলে। তবে জাতীয় দলের এই তারকা ডিফেন্ডারের আবির্ভাব এক কথায় আরও বড় চমক।

তাই এবারের এই নয়া আইএসএল মরশুমে আদ্রিয়ান লুনাদের সাথেই খেলতে দেখা যাবে এই দুই বাঙালি ফুটবলারকে। তবে শুধু দেশিয় ফুটবলার নয়। বিদেশি নির্বাচনের ক্ষেত্রে ও যথেষ্ট চমক দিচ্ছে কেরল ম্যানেজমেন্ট। গত কয়েকদিন আগেই মিলোসকে দলের সাথে যুক্ত করে আইএসএলের এই দাপুটে দল। পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে দলের প্রতি আবেগের কথাও জানান এই বিদেশি ফুটবলার। তবে এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে এই অস্ট্রেলিয়ান ফুটবলার। হ্যাঁ ঠিক পড়েছেন। এবার দিমিত্রি পেট্রতোস ও জেসন কামিন্সের দেশের ফুটবলারকেই আনছে কেরালা।

তিনি ব্রুস কামাউ। একটা সময় অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ২৩ ফুটবল দল থেকে সকলের নজরে আসেন তিনি। পরবর্তীতে অ্যাডিলেড ইউনাইটেড, মেলবোর্ন সিটি সহ ওয়েস্টার্ন সিডনির মতো ক্লাবের হয়ে খেলেন এই অজি তারকা। এবার ২৮ বছেরর এই রাইট উইঙ্গারের উপরেই হয়ত ভরসা রাখতে চলেছে কেরালা ব্লাস্টার্স। শেষ ফুটবল মরশুমে ওয়েফাই ক্রিয়েট এফসির হয়ে খেললেও নতুন মরশুমে আর সেখানে থাকতে চাননা এই অজি ফুটবলার। তাই সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে দলে টানতে চাইছে কেরালা ব্লাস্টার্স। যতদূর খবর, কথাবার্তা নাকি অনেকটাই এগিয়ে গিয়েছে দুই পক্ষের। এবার শুধু চুক্তিপত্রে সই করার অপেক্ষা। সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে এই ফুটবলারের নাম।