East Bengal-ATK Mohun Bagan: আইএসএলের শেষ ডার্বির আগে টিকিট নিয়ে বাড়ছে বিবাদ

শনিবার যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal) এবং এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ডার্বির (derby) আগে ম্যাচ জিতে বাড়তি উত্তেজনা রয়েছে উভয় শিবিরে।

East Bengal ATK Mohun Bagan

শনিবার যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal) এবং এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ডার্বির (derby) আগে ম্যাচ জিতে বাড়তি উত্তেজনা রয়েছে উভয় শিবিরে। কিন্তু মাঠে লড়াইয়ের আগেই মাঠের বাইরে লড়াইয়ে উত্তাপ বেড়েছে। চলতি মরশুমে আইএসএলের শেষ ডার্বির আগে টিকিট নিয়ে বাড়ছে বিবাদ। জানা গেছে, টিকিট নিয়ে অসন্তুষ্ট ইস্টবেঙ্গল কর্তারা।

ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে, কর্মকর্তাদের তরফে ভিভিআইপি এওং ভিআইপি টিকিট পাঠানো হলেও তা সংখ্যায় যথেষ্ট কম। তাই অপমানিত হয়েই ডার্বির টিকিট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল। অভিযোগ, ভিভিআইপি বা ভিআইপি টিকিট দুই দলের মধ্যে সমানভাবে বন্টন করা হয়নি।

   

একই অভিযোগ তোলা হয়েছে এটিকে মোহনবাগানের তরফেও। এটিকে মোহনবাগান ক্লাবের তরফে বিবৃতিতে জানানো হয়, সমস্ত ভিভিআইপি এবং ভিআইপি টিকিট ফেরত দিচ্ছে তারা। শুধুমাত্র মেম্বারশিপের টিকিট দেওয়া হবে। তাও সেখানে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। পুরাতন কার্ডের ভিত্তিতে কেউ টিকিট পাবেন না। একজন ব্যক্তি একটিমাত্র টিকিট পাবেন। কেন পর্যাপ্ত টিকিট পাবেন না তারা? এই প্রশ্ন ঘিরে ময়দানে তোলপাড় শুরু হয়েছে। কারণ, ভিভিআইপি এবং ভিআইপি টিকিটেই বিশিষ্ট অতিথিরা মাঠে আসেন। তাহলে কী সেখানেও সমস্যা!

অন্যদিকে, আইএফএকে মোট ৫০০ টি টিকিট দিয়েছে ইস্টবেঙ্গলের ইনভেস্টর সংস্থা। আইএফএর তরফে এক বিবৃতিতে জানানো হয়, ৩০০ টিরও বেশি ক্লাব ও জেলা রয়েছে। এত অল্প সংখ্যক টিকিট গভর্নিং বডির সদস্য ও ক্লাবগুলোকে পর্যাপ্ত টিকিট দেওয়া সম্ভব নয়। তাই তাঁরাও টিকিট ফেরত দিচ্ছেন। ইনভেস্টরের আচরণে ক্ষুব্ধ ইস্টবেঙ্গলের কর্তারা।