Haimanti Ganguly: ঝরে পড়ছে উষ্ণতা …হৈমন্তীর ঘরে ‘বয়’দের ভিড় থাকত

232
Haimanti Ganguly

হৈমন্তী (Haimanti Ganguly) কোথায়? ফাল্গুনি হাওয়ায় মহানগর থেকে মফস্বল সর্বত্র আলোচনা এ মেয়ে তো মেয়ে নয় আগুনেরই গোলা রে, আগুনেরই গোলা। তার ঘরে দিনভর পালা করে আসত অনেকে। এরা বয়! এরাই কি হৈমন্তীর ঝরে পড়া উষ্ণতা পেতে আসত? নিরুদ্দেশ হৈমন্তীকে নিয়ে একটার পর একটা ঘটনা উঠে আসছে।

শিক্ষা দফতরে নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার তৃণমূল নেতা কুন্তল ঘোষ দাবি করেছিলেন, সব টাকা গোপাল দলপতি এবং তাঁর স্ত্রী হৈমন্তীর কাছে রয়েছে। এবার সেই হৈমন্তী রহস্য সন্ধানে নেমেছে সিবিআই।

হৈমন্তীর একটার পর একটা ছবি ছড়াতে শুরু করেছে। অথচ তার দেখা নেই। মনে করা হচ্ছে প্রভাবশালী কারোর হস্তক্ষেপে আপাতত আত্মগোপনে আছে হৈমন্তী। কে সেই ব্যক্তি?

হাওড়ার বাকসাড়ায় পৈতৃক ভিটে রয়েছে হৈমন্তীর। যদিও পরিবারের দাবি দীর্ঘ সময় ধরে মেয়ের সঙ্গে যোগাযোগ নেই। হৈমন্তীর নামে একটি কোম্পানির খোঁজ মিলেছে। যেখানে নমিনি হিসাবে রয়েছে গোপাল দলপতির নাম।

হৈমন্তীর টালিগঞ্জের একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মাঝে মাঝে ফ্ল্যাটে আসতেন হৈমন্তী। সেখানে যাতায়ত ছিল গোপাল দলপতির। সেই ফ্ল্যাটেই ঘন ঘন আসত বেশ কয়েকজন ডেলিভারি বয়। তারা হৈমন্তীর ফ্ল্যাটে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যেত অনেক্ষণের জন্য।