Parno Mittra: ‘আমি তো এখনও বিজেপি থেকে ইস্তফা দিইনি, বিজেপিতেই আছি’

আদিত্য ঘোষ, কলকাতা: অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mittra) অকুতোভয়, তিনি অবিরাম।  তিনি সহজ, তিনি মিশুখে। যখন তাঁকে ফোনে পাওয়া গেল, তখন তিনি গাড়ির ভিতরে। মাঝেমধ্যে…

Parno Mittra

আদিত্য ঘোষ, কলকাতা: অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mittra) অকুতোভয়, তিনি অবিরাম।  তিনি সহজ, তিনি মিশুখে। যখন তাঁকে ফোনে পাওয়া গেল, তখন তিনি গাড়ির ভিতরে। মাঝেমধ্যে গাড়ির হর্নের শব্দ ভেসে আসছে। তিনি নিশ্চয় এসির হাওয়ায় একটু শান্তি অনুভব করছেন। বাইরের তীব্র দাবদাহ তাঁকে ছুঁতে পারেনি। তাঁকে ছুঁতে পারেনি এইবছর লোকসভা ভোটের উত্তাপ।

এত বিরাট কর্মকাণ্ডের মধ্যে তিনি চুপচাপ। তিনি কি আদেও বিজেপিতে আছেন ? নাকি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিয়ে নিয়েছেন। শুধুমাত্র সিনেমায় মনোনিবেশ করতে চান কি ? তাঁকে জিজ্ঞাসা করলাম,” এই বছর লোকসভা ভোট আপনি কী ভাবে দেখছেন ?” তিনি হাসতে হাসতে বললেন, ” এটা কি দুর্গা পুজো? এটা তো কোনও উৎসব নয়। নতুন করে দেখার কী আছ?” তাই কি এটা তো সব উৎসবের চেয়ে বড় উৎসব! তাঁকে আবার জিজ্ঞাসা করলাম, ” তোমার রাজনৈতিক অবস্থান বেশ গোলমেলে।” তিনি একটু সিরিয়াস হয়ে বললেন, ” আমি তো এখনও বিজেপি থেকে ইস্তফা দিইনি, বিজেপিতেই আছি।”

তাঁকে প্রশ্ন করলাম, “তাহলে তোমাকে কোনও দলীয় প্রচার সভায় দেখতে পাচ্ছি না কেন ?” তিনি একটু ভাবলেন। কিছু একটা বলতে গিয়েও থামলেন। তারপরে বললেন, ” আমাকে এখনও পর্যন্ত কেউ কোনও দলীয় প্রচারে আসতে বলেনি। তাই যায়নি।” তারপরে আবার নিজেই বললেন, ” যদি ডাকে তাহলে ভেবে দেখব।”

প্রশ্ন করলাম , ” এই ভোট কোনও ভাবেই স্পেশাল নয়?” তিনি জানালেন , ” প্রতিটা ভোটই স্পেশাল। এই ভোটটা এমন কিছু নয়। আর আমি প্রতিটা সাধারণ নাগরিকের মতো ভোট দিতে যাব।” কথাগুলো শেষ করে তিনি হাসলেন। আবারও জিজ্ঞাসা করলাম, ” এই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী দাবি করেন এই রাজ্য মেয়েদের জন্য সেফ! তোমার কি মতামত ?” তিনি একটু সিরিয়াস হয়ে বললেন, ” আমি একজন মেয়ে হিসেবে উত্তর দিতে পারি।” একটু থেমে বললেন, ” যে রাজ্যে সন্দেশখালির মতো ঘটনা ঘটছে সেখানে এই কথাটা কি আদেও সমর্থন যোগ্য?” ” এইবার কি ভেবেছিলে টিকিট পাবে ?” তিনি হাসতে হাসতে বললেন, ” না। আগেরবারও ভাবেনি যে টিকিট পাবো। আর ভবিষ্যতেও পেতে চাই না।”

বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই kolkata 24×7 কে ফোনে জানিয়েছেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে আমরা কী লিখছি, কী বলছি, কী পড়ছি সেই সবই নিয়ন্ত্রিত হবে। এই বক্তব্যের জবাবে তাঁকে জিজ্ঞাসা করায় তিনি জানালেন, ” বিজেপি তো গত দশ বছর ক্ষমতায় আছে, গত দশ বছরে কি এগুলো নিয়ন্ত্রিত হচ্ছে?” গাড়ি ছুটে চলেছে রাজপথ ধরে। তিনি অক্লান্ত স্বরে উত্তর দিয়ে চলেছেন। জিজ্ঞাসা করলাম, ” আপনার ইন্ডাস্ট্রির সহকর্মী যদি অন্য দলের প্রার্থী হয়, তাঁর সঙ্গে কাজ করতে অসুবিধা হবে ?”

তিনি হাসতে হাসতে বললেন, ” একদম না। রাজনীতির সঙ্গে অভিনয় জগতের কাজ না করার কোনও সম্পর্ক নেই।” জিজ্ঞাসা করলাম, ” আপনার কাছে কি তৃণমূলে যোগদানের অফার এসেছে?” গাড়ির হর্ন থেমে গিয়েছে। তিনি বহাল তবিয়তে গন্তব্যে পৌঁছে গিয়েছেন। ফোনের ওপার থেকে উত্তর এলো, তবে সেটা না লেখাই ভাল। সামনে ভোট, উত্তাপ চড়ছে চারিদিকে।