Mohun Bagan: সবুজ-মেরুন জার্সি ঘিরে আবেগঘন ইউস্তে, কী বলছেন এই তারকা?

গত বছর যেখান শেষ করেছিলেন, সেইখান থেকেই আবার শুরু করতে চাইছেন বাগান (Mohun Bagan) কোচ হুয়ান ফেরেন্দো।

Héctor Yuste

গত বছর যেখান শেষ করেছিলেন, সেইখান থেকেই আবার শুরু করতে চাইছেন বাগান (Mohun Bagan) কোচ হুয়ান ফেরেন্দো। সেইজন্য গতবারের দলে বেশকিছু পরিবর্তন এনে এবার একের পর এক তারকা ফুটবলারদের দলে টেনেছে মোহনবাগান সুপারজায়ান্টস। গত বছর একজন দক্ষ স্ট্রাইকারের অভাব যথেষ্ট ভুগিয়েছিল বাগান শিবিরকে।

হুগো বুমোস থেকে শুরু করে দিমিত্রি পেট্রটোসের মতো খেলোয়াড় দলে থাকলেও আদতে সেন্টার ফরোয়ার্ড হিসেবে বিবেচিত ছিলেন না কেউ। সেই সমস্যার সমাধান ঘটানোর জন্যই এবার দলে আনা হয়েছে অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে। এছাড়াও আক্রমণভাগ আরও জমাট বাঁধানোর জন্য থাকছেন ইউরোপা লিগ খেলা ফুটবলার আর্মান্দো সাদিকু। যা দেখে খুশি সবুজ-মেরুন সমর্থকরা। তবে সেখানেই শেষ নয়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন সিআর সেভেনের দলের বিপক্ষে খেলা তারকা হেক্টর ইউস্তে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ তথা লা লিগার অতি পরিচিত মুখ ছিলেন হেক্টর ইউস্তে। গতবছর সাইপ্রাসের অন্যতম জনপ্রিয় ক্লাব ওমোনিয়ার হয়ে দলের রক্ষনভাগ সামলেছেন তিনি। পারফরম্যান্স দেখে যথেষ্ট খুশি হয়েছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। সেজন্য এবার তাকেই দলে তুলে নিল কলকাতার অন্যতম এক প্রধান মোহনবাগান। বলাবাহুল্য, স্পেনের কার্ডিজ থেকে শুরু করে মায়োরকা ও গ্ৰনাডার মতো ক্লাবে কাটিয়েছেন অনেকটা সময়। খেলেছেন ২২০ টার ও বেশি ম্যাচ। তাই সমস্ত কিছু বিবেচনা করে ম্যাকহিউর বদলে এবার বাগান রক্ষনভাগ সামাল দেওয়ার জন্য আনা হল এই তারকা ফুটবলারকে।

যা দেখে খুশি সকলেই। পাশাপাশি মোহনবাগানের মতো ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে ও যথেষ্ট উচ্ছসিত ইউস্তে। সেজন্য, এবার দলের সবুজ-মেরুন জার্সি নিয়েই আবেগপূর্ণ মন্তব্য করে বসলেন এই তারকা। তার কথায়, “মোহনবাগান ভারতের প্রাচীনতম ক্লাব গুলির একটি। পাশাপাশি তারা গতবছরের চ্যাম্পিয়ন দল। এই ক্লাবের জনপ্রিয়তা ও সমর্থকদের উন্মাদনা যথেষ্ট গুরুত্ব রাখে। আমাদের স্পেনের বহু ফুটবলার এই দলের জার্সিতে খেলে বহু ফুটবলপ্রেমী মানুষদের মন জয় করার পাশাপাশি নিজেদের একটি পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছে। তাই নতুন মরশুমে এই জার্সি পড়ে মাঠে নামার জন্য আমি প্রবলভাবে মুখিয়ে রয়েছি।”