Northeast United FC: নতুন মরশুমের জন্য তিন তরুণ প্রতিভাকে দলে টানল নর্থইস্ট

পরবর্তীতে আসরে নামে কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। তবে অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলির তুলনায় কিছুটা দেরীতে শুরু করলেও দল গঠনের ক্ষেত্রে কোনো রকমের আপোষ করতে নারাজ জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড (Northeast United)।

NorthEast United FC sign Shajan Franklin, Macarton Louis Nickson, and Mukul Panwar

আগামী মাসের শেষের দিকেই শুরু হতে চলেছে হিরো আইএসএলের নতুন মরশুম। সেকথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল প্রত্যেকটি ক্লাব। বর্তমানে অনেকটাই এগিয়ে গিয়েছে সমস্ত কিছু। এক্ষেত্রে সবার আগে কাজ শুরু করেছিল বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়ার মতো দুই শক্তিশালী দল।

পরবর্তীতে আসরে নামে কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। তবে অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলির তুলনায় কিছুটা দেরীতে শুরু করলেও দল গঠনের ক্ষেত্রে কোনো রকমের আপোষ করতে নারাজ জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড (Northeast United)। গতবারের লজ্জাজনক পারফরম্যান্সের পর নতুন করে দলকে গুছিয়ে নিতে শুরু করেছে নর্থইস্ট।

গত কয়েকদিন আগেই, তাদের দলে ফিরিয়ে আনা হয় তরুণ লেফট উইঙ্গার রিডিম ট্যালাংকে। একটা সময় শিলং লাজং এফসির মাধ্যমে পেশাদার ফুটবলার হিসেবে সূচনা করেছিলেন এই ফুটবলার। পরবর্তীতে সুযোগ পান নর্থইস্ট ইউনাইটেডে। সেবার প্রথম আইএসএলে খেলতে আসা। তারপর কয়েক মরশুম অন্তর অন্তর এফসি গোয়া ও ওডিশা এফসি দলের হয়ে খেলেন এই ভারতীয় উইঙ্গার।

তারপর শেষ মরশুমে পেনার তত্ত্বাবধানে এফসি গোয়া দলে খেললেও ফের একটি মরশুমের জন্য ঘরে ফিরেছেন এই ফুটবলার। এছাড়াও দলে আনা হয়েছে, শ্রীনিধি ডেকান দলের হয়ে আইলিগ কাঁপিয়ে আসা অন্যতম ভরসাযোগ্য রাইট ব্যাক আশির আখতারকে। একটা সময় শক্তিশালী বেঙ্গালুরু দলের ও সদস্য ছিলেন তিনি।

এবার সেই তালিকায় যুক্ত হল আরও তিনজন দেশীয় প্রতিভার নাম। যাদের মধ্যে রয়েছেন সাজন ফ্রাঙ্কলিন, লুইস নিকসন ও ভারতীয় যুব দলের অন্যতম তারকা ডিফেন্ডার মুকুল পানোয়ার। এক কথায় বলতে গেলে দলের সাপ্লাই লাইনকে মজবুত করার ক্ষেত্রে এবার তরুণ ফুটবলারদের বেছে নিচ্ছে এই ফুটবল ক্লাব। যতদূর জানা গিয়েছে, মুকুল পানোয়ারের পাশাপাশি বেঙ্গালুরু দলের হয়ে গত আইলিগ খেলা দুই ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চলেছে আইএসএলের এই ফুটবল ক্লাব।