Qatar WC: কাতারে শুরু ব্রাজিল বন্যা! দক্ষিণ আমেরিকার হতাশা কাটল

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি:  ব্রাজিল ব্রাজিল শব্দে কান পাতা দায়। বিশ্বকাপ অভিযানের শুরুতে ব্রাজিলের জয়ে আত্মহারা সমর্থকরা। বিশ্বকাপে (Qatar WC) এশিয়ার কাছে পরপর ধাক্কা…

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি:  ব্রাজিল ব্রাজিল শব্দে কান পাতা দায়। বিশ্বকাপ অভিযানের শুরুতে ব্রাজিলের জয়ে আত্মহারা সমর্থকরা। বিশ্বকাপে (Qatar WC) এশিয়ার কাছে পরপর ধাক্কা খেয়েছে দক্ষিণ আমেরিকা।  সার্বিয়াকে হারিয়ে ব্রাজিল (Brazil)  জিতে সেই গেরো কাটাল।

ম্যাচটা ব্রাজিল ও সার্বিয়ার। অর্থাৎ দক্ষিণ আমেরিকা বনাম ইউরোপীয় ঘরানার ফুটবল যুদ্ধ হয়েছে। পূর্বতন যুগস্লাভিয়া ছিল দুর্দান্ত শক্তিশালী ফুটবল খেলিয়ে দেশ। সেই দেশ এখন বিলুপ্ত। যুগস্লাভিয়া ভেঙে টুকরো হওয়া দেশগুলির মধ্যে সার্বিয়া সর্বোত্তম ফুটবল খেলে। তারাই ব্রাজিলের প্রতিপক্ষ। তবে ব্রাজিল জিতল।

   

                      ব্রাজিল ২    সার্বিয়া ০

দুই পূর্বতন বিশ্বচ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা ও উরুগুয়ে নিয়ে হতাশ ফুটবলের স্বর্গরাজ্য। এবার মধ্যরাত পার করে ঘড়ির কাঁটা যখন শুক্রবার ঢুকল তখন আলোকিত কাতারে নামল ব্রাজিল (Brazil) বন্যা। হলদে-সবজে রঙে মুড়ে গেছে। আসল ব্রাজিলীয়, ভিনদেশি ব্রাজিলীয়তে পিলপিল করছে চারিদিক।

কী অবস্থা ফুটবল আমুদে বাঙালিদের? বাংলাদেশে তো পাড়াভিত্তিক ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এই মারি কি সেই মারি হাল। মূখ দেখাদেখি বন্ধ! এতটা ভয়াবহ না হলেও পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় জুড়েও তো যুযুধান দুই পক্ষ রয়েছে। কেরলে তো দুপক্ষের মারামারি হয়ে গেছে।

আসলে গোটা দুনিয়ায় এই ভাগাভাগি। চাঁদের যেমন শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ তেমনই ফুটবলের ব্রাজিল পক্ষ, আর্জেন্টিনা পক্ষ। মেসির দল সৌদি আরবের কাছে হেরে শুরু করেছে বিশ্বকাপ অভিযান। এবার নেইমারের দল মাঠে জিতে শুরু করল।