Emami East Bengal : এটিকে মোহন বাগানের গোলকিপার সম্ভবত ইস্টবেঙ্গলে

রাতারাতি ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) হয়ে খেলা গোলরক্ষককে সই করিয়ে নিয়েছে এটিকে মোহন বাগান। দেবনাথ মন্ডলের জার্সি বদলের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ময়দানে। এবার…

Emami East Bengal may again looking for Amrinder Singh

রাতারাতি ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) হয়ে খেলা গোলরক্ষককে সই করিয়ে নিয়েছে এটিকে মোহন বাগান। দেবনাথ মন্ডলের জার্সি বদলের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ময়দানে। এবার এটিকে মোহন বাগানের এক গোলরক্ষককে নিয়ে জল্পনা শুরু হয়েছে।

জল্পনার কেন্দ্র বিন্দুতে এখন এটিকে মোহন বাগানের গোলরক্ষক অমরিন্দর সিং। ক্লাব তাঁকে নিয়ে অন্য ভাবনা শুরু করেছে বলে মনে করা হচ্ছে। ময়দানের একাংশের ধারণা, তারকা খেলোয়াড়কে অন্য ক্লাবে পাঠাতে পারে বাগান। কারণ তাদের স্কোয়াডে এখন ভালো মানের একাধিক গোলরক্ষক।
গত মরসুমে অনেক প্রত্যাশা নিয়ে অমরিন্দরকে দলে নিয়েছিল এটিকে মোহন বাগান। রেকর্ড মূল্যে দলে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি অমরিন্দর। এরপরেই জল্পনা শুরু হয়েছিল বাগান তাঁকে দলে রাখতে আর ইচ্ছুক কি না।

   

দল বদলের বাজারে জল্পনা, অমরিন্দরকে নিয়ে অন্য কিছু ভাবতে পারে এটিকে মোহন বাগান। লোনে অন্য ক্লাবে পাঠানোর সম্ভবনা রয়েছে বলে ফুটবল মহলের একাংশ মনে করছেন। কিংবা পাকাপাকিভাবে অন্য ক্লাবে পাঠানোর রাস্তা খোলা রয়েছে। যেহেতু ট্রান্সফার উইন্ডো এখনও বন্ধ হয়নি। প্রবলভাবে শোনা যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের নাম। ইস্টবেঙ্গলকে নিয়েও কানাঘুষো রয়েছে। তারকা গোলরক্ষককে দলে নেওয়ার জন্য লাল হলুদ শিবির কথা শুরু করেছিল বলে জানা যায়। পরে সেটা ফলপ্রসূ হয়নি। অমরিন্দরকে দলে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ফের কথা শুরু করতে পারে বলে একাংশের অনুমান।