Copa America 2024: বিস্ময়কর গোল, লাফিয়েও বলের নাগাল পেল না গোলকিপার

Ecuador vs Jamaica copa america 2024

Copa America 2024: বলের গতিপথ বুঝতেই পারল না জ্যামাইকার (Ecuador vs Jamaica) গোলকিপার। বল অনেকটা ওপর থেকে নীচে এসে বাঁক খেয়ে জড়িয়ে গেল জালে। শট নেওয়া হয়েছিল কর্নার ফ্ল্যাগের অনেকটা আগে থেকে। বল লব হয়ে প্রবেশ করে প্রতিপক্ষের তেকাঠিতে। যদিও এটাকে আত্মঘাতী গোল বলা হচ্ছে।

কোপা আমেরিকা মানেই উপভোগ্য কিছু ম্যাচ। ইউরোপিয়ন ফুটবলের তুলনায় ল্যাটিন আমেরিকান ফুটবল ঘরানা অনেকটাই আলাদা। তারকা ফুটবলারদের বিচারে উয়েফা ইউরো এগিয়ে। ফলত কোপা আমেরিকার ইকুয়েডর বনাম জ্যামাইকা ম্যাচ নিয়ে আলোচনা ছিল অনেকটাই কম। আর এই ম্যাচেই কিনা হল বিস্ময়কর গোল। কেউ আবার বলছেন গোলটা বিতর্কিত।

   

জ্যামাইকার বিরুদ্ধে ৩-১ গোলে জয়লাভ করেছে ইকুয়েডর। ম্যাচের প্রথম গোলটাই বিস্ময়কর। ইকুয়েডরের ৩ নম্বর জার্সিধারী সাইড ব্যাক পিয়েরো বাম প্রান্ত থেকে প্রতিপক্ষের বক্সে ক্রস পাঠাতে চেয়েছিলেন। পিয়েরোর মারা বল জ্যামাইকার কেসি পালমারের পায়ে ডিফ্লেকট হয়ে দিক পরিবর্তন করে চলে যায় গোলে। গোলকিপার বলের ফ্লাইট বুঝতে পারেননি। কিছুটা এগিয়েও এসেছিলেন। ফলত এক গোলে পিছিয়ে পরে জ্যামাইকা। বিরতির কিছু আগে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে ইকুয়েডর।

 

বিরতির পর জ্যামাইকা একটি গোল শোধ করে ,ম্যাচের শেষ বাঁশি বাজার কিছু আগে ইকুয়েডরের আরও একটা গোল, ৩-১ ব্যবধানে শেষ হয় ম্যাচ। এই জয়ের গ্ৰুপ বি থেকে ফলে পরের পর্বে যাওয়ার আসা জিইয়ে রাখল ইকুয়েডর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন