East Bengal: ময়দানকে চমকে মধ্যরাতে শহরে আসছেন লাল-হলুদের দুই তারকা

Javier Siverio and Saúl Crespo

আগামী আগস্ট মাসেই শুরু হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। মাস ফুরোলেই আবার রয়েছে আইএসএল। বলতে গেলে হাতে মাত্র আর কিছুদিন। তাই সমস্ত কিছু মাথায় রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে প্রত্যেকটি ফুটবল দল। এক্ষেত্রে সবার থেকে এগিয়ে বাকিংহ্যামের মুম্বাই সিটি এফসি। বর্তমানে দলের প্রায় সমস্ত ফুটবলারদের উড়িয়ে এনে অনুশীলন শুরু করে দিয়েছে গতবারের লিগশিল্ড জয়ীরা। খুব একটা পিছিয়ে নেই কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপারজায়ান্টস।

গত কয়েকদিন আগেই শহরে পা রেখেছেন মোহনবাগান দলের কোচ হুয়ান ফেরেন্দো। পাশাপাশি আসতে দেখা গিয়েছে দলের তারকা ফুটবলার হুগো বুমোসকে। এছাড়াও আজ সকালে শহরে পা রেখেছেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। কামিন্স ও এসে গিয়েছেন আগেই। এক কথায় বলতে গেলে এবার পুরোদমে অনুশীলন করার পালা এই প্রধানের। সমানভাবে পাল্লা দিচ্ছে ময়দানের আরেক প্রধান তথা ইস্টবেঙ্গল।

   

আরও পড়ুন: Transfer Window: আইএসএল টিমে নতুন স্প্যানিশ ফরোয়ার্ড!

গতকাল সকালেই শহরে পা রেখেছেন লাল-হলুদের নতুন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। যাকে নিয়ে চরম উন্মাদনা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। এছাড়াও গত সপ্তাহের মধ্যেই শহরে এসে গিয়েছেন ইস্টবেঙ্গল দলের অধিকাংশ দেশীয় ফুটবলার। কিন্তু প্রশ্ন ছিল যে কবে আসবেন বিদেশি তারকারা? সেই নিয়েই এবার উঠে আসল নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আগামীকাল মধ্যরাতে শহরে পা রাখবেন দুই বিদেশি ফুটবলার। কারা সেই দুইজন? যতদূর জানা গিয়েছে যে দুই স্প্যানিশ তারকা তথা জাভিয়ের সিভেরিও ও সাউল ক্রেসপো নাকি একইসঙ্গে আসতে চলেছেন ভারতে। সব ঠিক থাকলে রাত ২টো বেজে ২০ মিনিট নাগাদ নাকি পা রাখবেন তিলোত্তমায়।

আরও পড়ুন: Mohun Bagan SG: প্রতীক্ষার অবসান ঘটিয়ে শহরে এলেন আর্মান্দো সাদিকু

সেই থেকে এখন থেকেই উন্মাদনা চড়তে শুরু করেছে দলের সমর্থকদের মধ্যে। পূর্বে দলের হেডস্যার কার্লোস কুয়াদ্রাতকে আনতে গিয়ে সমর্থকদের ঢল নেমে গিয়েছিল গোটা বিমানবন্দরে। এবারো হয়ত দেখে যেতে চলেছে সেই ছবি। গত ফুটবল মরশুমটা খুব একটা ভালো না গেলেও আগত নয়া ফুটবল মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া মশাল ব্রিগেড।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন