Mohun Bagan SG: প্রতীক্ষার অবসান ঘটিয়ে শহরে এলেন আর্মান্দো সাদিকু

গত মরশুমের শেষের দিকে সকলকে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে মোহনবাগান (Mohun Bagan SG)। সেই সাফল্যের ধারা বজায় রেখে আগত এএফসি কাপেও ভালো পারফরম্যান্স করতে মরিয়া মোহনবাগান।

armando sadiku

গত মরশুমের শেষের দিকে সকলকে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে মোহনবাগান (Mohun Bagan SG)। সেই সাফল্যের ধারা বজায় রেখে আগত এএফসি কাপেও ভালো পারফরম্যান্স করতে মরিয়া মোহনবাগান। সেইজন্য গত মরশুমের সমস্ত সমস্যা গুলির সমাধান ঘটিয়ে নতুন করে দল সাজানোর পরিকল্পনা করা হয়েছিল দলের ম্যানেজমেন্টের তরফ থেকে।

আসলে গত মরশুমে হুগো বুমোস থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতসের মতো খেলোয়াড়রা দলে থাকলেও আদতে একজন দক্ষ ফরোয়ার্ডের অভাব ছিল শুরু থেকেই। যারফলে একাধিক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছিল সবুজ-মেরুন দলকে। সেই সমস্যার সমাধানের জন্যই অজি বিশ্বকাপার জেসন কামিন্সের পাশাপাশি আলবেনিয়ার তারকা ফুটবলার আর্মান্দো সাদিকুকে (Armando Sadiku) চূড়ান্ত করে মোহনবাগান।

আরও পড়ুন: Joni Kauko: মোহনবাগানের AFC অংকে কাউকো!

তার আসার খবর পাওয়ার পর থেকে প্রবল উৎসাহ দেখা দিয়েছিল দলের সমর্থকদের মধ্যে। অবশেষে, আজ সকাল ৮টা বেজে ৪৫ মিনিটের মাথায় কলকাতা বিমানবন্দরে এসে উপস্থিত হন এই তারকা ফুটবলার। তার অপেক্ষায় অনেক আগে থেকেই বাইরে জড়ো হতে শুরু করেছিল সবুজ-মেরুন সমর্থকরা। তবে শেষ পর্যন্ত সমর্থকদের পাশ কাটিয়ে অন্য একটি গেট থেকে বাইরে আনা হয় এই হাইপ্রোফাইল তারকাকে। যারফলে, খুব অল্প সময়েই তাকে দেখার সুযোগ পেলেন দলের সমর্থকরা। তবে যেটূ্কু সামনে পেয়েছেন তাকে বরন করে নিয়েছে সকলে।

গত কয়েকদিন আগেই শহরে পা রেখেছেন অস্ট্রেলিয়ার তারকা জেসন কামিন্স। এবার এসে গেলেন সাদিকু। যা দেখে খুশি সকলেই। উল্লেখ্য, গত কয়েকদিন আগে থেকেই গোপন অনুশীলন শুরু করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। যেখানে খেলোয়াড়দের ফিটনেসের পাশাপাশি তাদের জিম সহ অন্যান্য বিষয় গুলির উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হবে। পূর্বেই সেখানে যোগ দিয়েছেন হুগো বুমোস থেকে শুরু করে কামিন্স। সব ঠিক থাকলে আগামীকাল থেকেই অনুশীলনে নামতে পারেন আলবেনিয়ার এই ফুটবলার।