Transfer Window: আইএসএল টিমে নতুন স্প্যানিশ ফরোয়ার্ড!

Transfer Window: গত মরসুমে অনেক উত্থান পতনের সাক্ষী থেকেছে নর্থ ইস্ট ইউনাইটেড (North East United)।  বিভিন্ন সমস্যায় ভুগেছিল ক্লাব।

néstor albiach

Transfer Window: গত মরসুমে অনেক উত্থান পতনের সাক্ষী থেকেছে নর্থ ইস্ট ইউনাইটেড (North East United)।  বিভিন্ন সমস্যায় ভুগেছিল ক্লাব। জনসমর্থন থাকা সত্বেও ইন্ডিয়ান সুপার লীগে এখনও সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড। পরিস্থিতি বদল করতে চাইছেন ক্লাব কর্তারা। নতুন করে সাজানো হচ্ছে দল।

ট্রান্সফার উইন্ডো (Transfer Window) খোলার পর থেকে একের পর এক ফুটবলারের দল বদলের খবর পাওয়া গিয়েছে। আগামী মরসুমে ভারতের মাটিতে প্রথমবারের জন্য খেলবেন বিদেশি ফুটবলার। খেলতে পারেন Néstor Albiach। ইনি একজন স্প্যানিশ ফরোয়ার্ড। ভারতীয় ফুটবল সংক্রান্ত জল্পনায় আগেও ভেসে উঠেছিল এই ফুটবলারের নাম। এবার আলোচনায় নেস্তর।

আরও পড়ুন: Mohun Bagan SG: প্রতীক্ষার অবসান ঘটিয়ে শহরে এলেন আর্মান্দো সাদিকু

এর আগে ওড়িশা এফসির সঙ্গে Néstor Albiach যুক্ত হতে পারেন বলে শোনা গিয়েছিল। বাস্তবে তেমনটা হয়নি। এবার শোনা যাচ্ছে লেভান্তের যুব দলের এই ছাত্রের সঙ্গে কথা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড। যদিও এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত করে বলা যাচ্ছে না। বিষয়টা আপাতত রয়েছে জল্পনার স্তরে।

Néstor Albiach আক্রমণভাগের ফুটবলার, খেলেন মূলত ফরোয়ার্ড পজিশনে। নিজের গোল করার পাশাপাশি অন্যকে দিয়ে গোল করতেও জানেন তিনি। আন্তর্জাতিক ফুটবল সম্পর্কে তিরিশ বছর বয়সী এই ফুটবলারের অভিজ্ঞতার ঝুলি পূর্ণ রয়েছে। একাধিক ক্লাবে ইতিমধ্যে খেলেছেন। গত মরসুমেও গোল করেছেন এবং করিয়েছেন। Rayo Majadahonda ক্লাবের হয়ে ৩৫ ম্যাচে করেছিলেন ৯ টি গোল এবং গোল করার জন্য সরাসরি বল বাড়িয়েছিলেন ৪টি ক্ষেত্রে।