Rohit Sharma: বিরাট বনাম রোহিত ডুয়েল দেখতে চলেছে ব্যাঙ্গালোর 

দীর্ঘদিন পর ফের গোলাপি বলের টেস্ট খেলতে চলেছে টিম ইন্ডিয়া। ১২ মার্চ থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলা এই টেস্ট আপাত দৃষ্টিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে হলেও অদৃশ্য…

Rohit Sharma

দীর্ঘদিন পর ফের গোলাপি বলের টেস্ট খেলতে চলেছে টিম ইন্ডিয়া। ১২ মার্চ থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলা এই টেস্ট আপাত দৃষ্টিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে হলেও অদৃশ্য ভাবে কিন্তু লড়াইটা চলবে দুই ভারতীয়র মধ্যেও। তাঁরা রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। কারণ সিরিজ নির্ধারক ম্যাচেই প্রাক্তন ভারত অধিনায়কের মাইলস্টোন ছোঁয়ার হাতছানি রোহিতের সামনে।

এখনও পর্যন্ত তিনটি দিনরাতের টেস্ট (Day Night Test) খেলেছে ভারত। যার মধ্যে দেশের মাটিতে দুটিতে এসেছে জয় এবং অ্যাডিলেডে একটি ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হন কোহলিরা। আর এই গোলাপি টেস্টে ভারতীয় ব্যাটারদের তালিকায় সর্বোচ্চ রানের মালিক কোহলি। চারটি ইনিংসে ২৪১ রান করেন তিনি। গড় ৬০.২৫। একমাত্র ব্যাটার হিসেবে গোলাপি টেস্টে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বও রয়েছে শুধু কোহলিরই। ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ১৩৬ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। সেটাই ছিল ভারতীয় দলের প্রথম পিঙ্ক বল টেস্ট এবং কোহলির শেষ শতরান।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। দুটি পিঙ্ক বল টেস্টে তাঁর সংগ্রহ ১১২ রান। আর এবার কোহলির রেকর্ড ছুঁয়ে ফেলতে কিংবা ছাপিয়ে যেতে পারেন তিনি। অধিনায়কের দায়িত্ব নিয়েও দুরন্ত ফর্মে দেখা গিয়েছে ভারতীয় দলের হিটম্যানকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাই তিনি কোহলির মাইলস্টোন ছাপিয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কিন্তু কোহলি নিশ্চয়ই চাইবেন না, রোহিত তাঁর রেকর্ড অনায়াসে ভেঙে ফেলুন। তাই তিনিও চেষ্টা করবেন বড় রান করার। 

লঙ্কাবাহিনীর বিরুদ্ধে প্রথম টেস্টে এক ইনিংস এবং ২২২ রানে জেতে ভারত। দ্বিতীয় টেস্টের পরই আইপিএল প্রস্তুতিতে মন দেবেন ক্রিকেটার। তবে বেঙ্গালুরু টেস্টে একটি নয়, আরও একটি নজির গড়ার সুযোগ রয়েছে রোহিতের সামনে। এই ম্যাচে নামতেই ৪০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি। এখনও পর্যন্ত এই কৃতিত্ব রয়েছে মোট আটজন ভারতীয়র। যে তালিকায় রয়েছেন কোহলি ও শচীন তেন্ডুলকরও। ফলে বিরাট ও শচীনকে ছুঁয়ে ফেলার সুযোগ রোহিতের সামনে।