দুই ম্যাচ জিতে ডার্বি খেলতে নামবে East Bengal

ম্যাচের আগে এক পশলা বৃষ্টি। ছাতা মাথায় দিয়ে ইস্টবেঙ্গল (East Bengal) মাঠে উপস্থিত হয়েছিলেন দর্শকরা। খেলা চলাকালীন আর বৃষ্টি হয়নি। কলকাতা ময়দানে ফুটবল খেলার জন্য…

East Bengal দুই ম্যাচ জিতে ডার্বি খেলতে নামবে East Bengal

ম্যাচের আগে এক পশলা বৃষ্টি। ছাতা মাথায় দিয়ে ইস্টবেঙ্গল (East Bengal) মাঠে উপস্থিত হয়েছিলেন দর্শকরা। খেলা চলাকালীন আর বৃষ্টি হয়নি। কলকাতা ময়দানে ফুটবল খেলার জন্য আদৰ্শ দিন। সেই সঙ্গে ঘরের মাঠে জিতল ইস্টবেঙ্গল। রবিবারের মতো রবিবার কাটল লাল হলুদ সমর্থকদের।

মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচের আগে পরপর দুই ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। এক গোলে পিছিয়ে পড়ার পর এল জয়। বিরতির পর তিন গোল দিল লাল হলুদ ব্রিগেড। সায়ন ব্যানার্জী করলেন জোড়া গোল। লুজ বল থেকে জেসিন টিকের একটি গোল। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল।

   

ম্যাচের শুরুর দিকে ইস্টবেঙ্গলকে চাপে রাখার চেষ্টা করেছিল জর্জ টেলিগ্রাফ। ৩৪ মিনিটে অমিত এক্কার গোলে লিড পেয়ে গিয়েছিলে জর্জ টেলিগ্রাফ।

East Bengal: কুয়াদ্রতের সঙ্গে অনুশীলনে সুব্রত, নস্টালজিক কোচ

বিরতির পর ইস্টবেঙ্গল ফিরল নিজের মেজাজে। কিছু ট্যাকটিক্যাল পরিবর্তন করেছিলেন কোচ বিনো জর্জ। পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামিয়ে দেন বিজয় মুর্মু, সায়ন ব্যানার্জী, সঞ্জীব ঘোষ-কে। সায়ন করলেন জোড়া গোল। সায়নের গোল দু’টির পিছনে অবদান রাখলেন নসিব রহমান।

 

ইস্টবেঙ্গল সমতায় ফিরেছিল জেসিন টিকের গোল থেকে। প্রায় ৩৫ গজ দূর থেকে শট নিয়েছিল শ্যামল বেসরা। বল লাগে পোস্টে। ছিটকে আসা বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন জেসিন। জর্জ টেলিগ্রাফকে ৩-১ গোলে হারাল ইস্টবেঙ্গল।