Liston Colaso: আইএসএল খেলতে নামার আগে চ্যালেঞ্জ ছুঁড়লেন লিস্টন

কাল থেকে নিজেদের আইএসএল অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রথম ম্যাচ ঘরের মাঠেই খেলবে মেরিনার্সরা। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। উল্লেখ্য, গত ফুটবল মরশুমে…

Mohun Bagan's Liston Colaso

কাল থেকে নিজেদের আইএসএল অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রথম ম্যাচ ঘরের মাঠেই খেলবে মেরিনার্সরা। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। উল্লেখ্য, গত ফুটবল মরশুমে সকলকে পিছনে ফেলে হিরো আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল পাঞ্জাব এফসি। এবার তাদের বিপক্ষে খেলেই টুর্নামেন্ট শুরু করবে কলকাতার এই প্রধান ক্লাব।

চলতি মরশুমের ডুরান্ড কাপের গ্রুপ পর্বে পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান। ২-০ গোলে সেই ম্যাচ জিতেছিল মেরিনার্সরা। এবার বদলা নেওয়াই একমাত্র লক্ষ্য তাদের। অন্যদিকে, গতবারের মতো এবার ও আইএসএল ধরে রাখতে চায় মোহনবাগান সুপারজায়ান্টস দল। ঠিক এমনটাই ইঙ্গিত দিলেন বাগান তারকা লিস্টন কোলাসো।

   

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাদের কাছে সবকটা ট্রফি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল থেকে আমাদের আইএসএল অভিযান শুরু হচ্ছে। তবে এখনকার সময়ে দাঁড়িয়ে এএফসি কাপের গ্রুপ পর্ব জেতার পাশাপাশি গতবারের মতো এবার ও আইএসএল নিজেদের কাছেই ধরে রাখার পরিণত রয়েছে। পাশাপাশি লিগ শিল্ড জেতার দিকেও আমাদের নজর আছে। তার এই বক্তব্য সহজেই মন জিতেছে আপামর সবুজ-মেরুন সমর্থকদের। তবে সেখানেই শেষ নয়।

লিস্টন আরও বলেন, এই সিজনে আমরা ট্রফি জেতার জন্যই মাঠে নামবো। পাশাপাশি আমরা সকলে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। উল্লেখ্য, গত মরশুমটা খুব একটা ভালো যায়নি এই তারকা ফুটবলারের পক্ষে। সুযোগ আসলেও একাধিকবার সমর্থকদের হতাশ করেছিলেন তিনি। তাই সমস্ত কিছু মাথায় রেখে তিনি বলেন, শেষ মরশুমটা আমার খুব একটা ভালো যায়নি। তবে ফর্ম নিয়ে সকলেরই কম বেশি সমস্যা দেখা দেয়। তবে চলতি মরশুমে ডুরান্ড কাপের পাশাপাশি এএফসি কাপে ও গোল পেয়েছি। আশা করি আইএসএল মরশুমে ও নিজের সেরাটা দিতে পারব।