IND vs AUS: বিরাট-রোহিতকে ছাড়াই অস্ট্রেলিয়াকে ঘোল খাওয়াল নতুন টিম ভারত

IND vs AUS: বিশ্বকাপের আগে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। পরিবর্তে দলের নেতৃত্বে লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে নতুন টিম ভারত।…

IND vs AUS

IND vs AUS: বিশ্বকাপের আগে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। পরিবর্তে দলের নেতৃত্বে লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে নতুন টিম ভারত। তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতল সদ্য এশিয়া কাপ জয়ী দল।

বিরাট, রোহিত না থাকলেও জাতীয় দলের হয়ে নিজেদের প্রমাণ করা ক্রিকেটারদের নিয়ে শুক্রবারের ম্যাচে দল সাজানো হয়েছিল। চোট থেকে ফিরে আসার পর এশিয়া কাপে সুযোগ পেয়েছিলেন লোকেশ রাহুল এবং জসপ্রীত বুমরাহ। এশিয়া কাপের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হওয়া দ্বিপাক্ষিক সিরিজেও নিজের ফর্ম ধরে রাখলেন রাহুল। উইকেট নিয়েছেন বুমরাহ। ৫ উইকেট নিয়ে চমক দিলেন সম্প্রতি জাতীয় দলের হয়ে খুব বেশি সুযোগ না পাওয়া মহম্মদ শামি। ভারতীয় বোলাররা মোটের ওপর ভালো বল করলেও স্কোরবোর্ডে ২৭৬/১০ রানের সম্মানজনক স্কোর তুলেছিল অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ার হয়ে এদিন ভালো খেললেন ডেভিড ওয়ার্নার (৫২ রান), হসুয়া ইংলিশ (৪৫ রান) এবং স্টিভ স্মিথ (৪১ রান)।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা খুব ভালো করেছিল টিম ভারত। প্রথম উইকেটে ১৪২ রানের পার্টনারশিপ গড়লেন রুতুরাজ গায়কোয়াদ (৭১ রান) এবং শুভমন গিল (৭১ রান)। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে দলকে জয় উপহার দিয়েছেন অধিনায়ক লোকেশ রাহুল (অপরাজিত ৫৮ রান) এবং সূর্যকুমার যাদব (৫০ রান)।

এদিন ভারতীয় বোলারদের তুলনায় অনেকটাই নিষ্প্রভ ছিলেন অস্ট্রেলিয়ার বোলাররা। ৮ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। হাতে ছিল ৫ উইকেট। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিশনের মাঠে এই জয়ের সুবাদে রিন ম্যাচে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ভারত।