East Bengal: কুয়াদ্রতের সঙ্গে অনুশীলনে সুব্রত, নস্টালজিক কোচ

মূলত কলকাতা ফুটবল লিগের কথা মাথায় রেখে সুব্রত মুর্মুকে (Subrata Murmu) দলে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। লাল হলুদ জার্সিতে মাঠে নেমে ইতিমধ্যে নজর কেড়েছেন সুব্রত।…

Steve Herbots nostalgic about east bengal subrata player murmu

মূলত কলকাতা ফুটবল লিগের কথা মাথায় রেখে সুব্রত মুর্মুকে (Subrata Murmu) দলে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। লাল হলুদ জার্সিতে মাঠে নেমে ইতিমধ্যে নজর কেড়েছেন সুব্রত। এবারের কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচেই করেছেন গোল। সুব্রতকে নিয়ে নস্টালজিক ইউনাইটেড স্পোর্টসের কোচ স্টিভ হার্বার্টস। সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরেছেন সুব্রত মুর্মুর শুরুর দিনগুলোর কথা।

পরপর ম্যাচে পয়েন্ট খুইয়ে ৮ দলের পর Mohun Bagan

   

ইউনাইটেড স্পোর্টস থেকে জাতীয় স্তরে উঠে এসেছেন একাধিক ফুটবলার। এবারের ট্রান্সফার উইন্ডোতেও পার্পল ব্রিগেড থেকে বড় দলে সুযোগ পেয়েছেন একাধিক ফুটবলার। সুব্রত মুর্মু তাঁদের মধ্যে একজন। সুব্রত সুযোগ পেয়েছেন ইস্টবেঙ্গল। অনুশীলন করছেন সিনিয়র দলের কোচেদের সঙ্গে। সুব্রতকে লাল হলুদের সিনিয়র দলের প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অনুশীলন করতে দেখে আপ্লুত স্টিভ হার্বার্টস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টিভ বলেছেন, ‘ইস্টবেঙ্গলের সিনিয়র কোচেদের সঙ্গে সুব্রত মুর্মুকে অনুশীলন করতে দেখে খুবই ভাল লাগছে। এখনও মনে আছে সুব্রতকে প্রথম যে দিন স্কাউট করেছিলাম। ভারতের আমার দদ্বিতীয় ম্যাচ পড়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। ওই ম্যাচে সুব্রতকে মাঠে নামিয়েছিলেন। সেখান থেকে ওর পথ চলা শুরু। আরও অনেক পথ চলতে হবে সুব্রত।’

 

Bengaluru FC: রথে করে মাঠে এল বিদেশি ফুটবলার! দল বদলের বাজারে চমক

এক সময় সুব্রত মুর্মুর কেরিয়ার পড়েছিল অনিশ্চিয়তার মুখে। আর্থিক অনটনের সঙ্গে মোকাবিলায় বেছে নিতে হয়েছিল চাকরি জীবন। বড় দলের খেলার সম্ভাবনা তখন অনেক দূরের কথা। গত বছরেই প্রকাশ্যে এসেছিল সুব্রতর চাকরি পাওয়ার কথা। এখন তিনি ইস্টবেঙ্গলে, গোল করেছেন লাল হলুদ জার্সি পরে।