East bengal: ছোটরা এগোচ্ছে, ইয়ুথ কাপ টুর্নামেন্টে জয় ২ গোলে

হিরো অনুর্দ্ধ ১৭ ইয়ুথ কাপ টুর্নামেন্ট (গ্রুপ ‘ডি’), সাই গ্রাউন্ড, ইম্ফলে দ্বিতীয় ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল অনুর্দ্ধ ১৭ টিম ২ – ০ গোলে পরাজিত করল জামশেদপুর এফসি কে। ইমামি ইস্টবেঙ্গলের হয়ে গোল করে দেবজিৎ রায় এবং রাকেশ মালি৷

East bengal under 17

হিরো অনুর্দ্ধ ১৭ ইয়ুথ কাপ টুর্নামেন্ট (গ্রুপ ‘ডি’), সাই গ্রাউন্ড, ইম্ফলে দ্বিতীয় ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল অনুর্দ্ধ ১৭ টিম ২ – ০ গোলে পরাজিত করল জামশেদপুর এফসি কে। ইমামি ইস্টবেঙ্গলের হয়ে গোল করে দেবজিৎ রায় এবং রাকেশ মালি৷

ছোটরা ভালো করছে। তারা প্রত্যেকদিন উন্নতি করছে। ততোধিক খারাপ অবস্থা বড়দের। এদিকে সম্প্রতি অনূর্ধ্ব -১৭ প্রতিযোগিতা হয়, নাম গোল্ড কাপ ২০। গোটা টুর্নামেন্ট এ প্রতিটা দল যেরকম ই ভালো মন্দ খেলুক কিন্তু কোচ , কর্মকর্তা এবং অভিভাবক নিতে মাঠে এসেছি। আট টি দল খেলে। প্রতিটা ম্যাচ ৩৫ মিনিট প্রতি অর্ধে খেলা হয়েছ। খেলা হয় পায়রাডাঙ্গা মাঠে।

   

কোনো ম্যাচ এই দর্শকরা হাফ টাইমে মাঠে ঢুকে খেলোয়াড়দের মুখের ওপর ভীড় করেনি, যেটা ওই মাঠের রীতি রেওয়াজ ছিল আর নিজেদের ক্যাম্প এর টিম বাদ দিয়ে বাকি ৭ টি দল ই ছিলো বাইরের। খেলে ‘Gangnapur football coaching centre’ ও ‘Kalipada Thakur Football Academy and Foundation’।

এছাড়াও ইয়ুথ আই লীগ এ অংশ গ্রহণকারী দল ছিল
Kalyani municipality football Academy, Hoogly District Sports Academy, United Sports Club
Bidhannagar Municipal Sports Academy
Adamas United Sports Academy।
তাদের পূর্ন শক্তি নিয়ে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে, প্রায় বিনা দাবিতে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় Adamas United Sports Academy, এবং সবকটি দল ই ভীষণ ভীষণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই টুর্নামেন্ট চলাকালীন সমস্ত ক্ষেত্রেই!

জগদীশ, দিব্যেন্দু , বাপি এবং সৌভিক, অরিন্দম এর একদম গ্রাউন্ড জিরো তে সবসময থেকে প্রায় স্নান খাওয়া ভুলে অদম্য পরিশ্রম এবং অবশ্যই Veteran’s ক্লাব এর সিনিয়র মেম্বার দের সকলের উজ্জ্বল উপস্থিতি এই প্রতিযোগিতা কে সফল করতে সাহায্য করে।