Reliance Development League: অপরাজিত লাল-হলুদ, আটকে গেল মোহনবাগান

658
Reliance Development League

আজ রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের (Reliance Development League) তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল কলকাতার দুই প্রধান। ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan SG)। আজ ও নিজেদের জয়ের ধারা বজায় রাখল ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। নির্ধারিত সময়ে ২-১ গোলে ওডিশা এফসি কে পরাজিত করল লাল-হলুদের ফুটবলাররা। অন্যদিকে , ভালো খেলেও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কাছে আটকে গেল এটিকে মোহনবাগান। তবে আজ সহজ জয় পাওয়ার ফলে আসন্ন ডার্বির আগে অনেকটাই আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল শিবির।

আরও পড়ুন: East Bengal: আগামী মরশুমের জন্য এই নয়া কোচের সঙ্গে আলোচনা শুরু ইস্টবেঙ্গলের

আজ কল্যানী স্টেডিয়ামে ওডিশা এফসির মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ রেখে প্রতিপক্ষের রক্ষনে বারংবার আক্রমণ শানাতে থাকে হিমাংশু রা। তবে কিছুতেই ফিনিশ করতে পারছিলেন না তারা। এরপরে ম্যাচের ৩৪ মিনিটের মাথায় অতুলের করা গোলে এগিয়ে যায় দল। যদিও প্রথমার্ধের একেবারে শেষের দিকে প্রায় ৪২ মিনিটের মাথায় সেই গোল শোধ করে ওডিশার চন্দন। যারফলে ১-১ গোলে সমাপ্ত হয় প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের প্রায় ৯৪ মিনিটের মাথায় শ্যামলের করা গোলে জয় তুলে নেয় ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: Emami East Bengal: জয় দিয়েই লিগের অভিযান শুরু করল মশাল বাহিনী

অন্যদিকে, নৈহাটিতে আজ ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন শিবির। প্রথম দিকে যথেষ্ট ভালো খেললেও সময়ের সাথে সাথে ম্যাচের রাশ নিতে থাকে স্পোর্টসের ফুটবলাররা। তবে প্রথমার্ধে রিকি সাবংয়ের করা গোলে ১-০ ব্যাবধানে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। তবে শেষ রক্ষা হয়নি, দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের মধ্যেই সেই গোল শোধ করে দেয় ইউনাইটেড স্পোর্টস ক্লাব।

আরও পড়ুন: রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে ফের ডার্বির সম্ভাবনা, কোন দল রয়েছে দেখে নিন

এবার বহু প্রতিক্ষিত ডার্বি ম্যাচ। আগামী ২৩ মার্চ নৈহাটি স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। তাই বড় ম্যাচের আগে দলের জয় আসায় বেশ কিছুটা ফুরফুরে মেজাজে লাল-হলুদ শিবির। অন্যদিকে আজ সহজ জয় হাতছাড়া করায় কিছুটা হলেও চাপ থাকছে বাগান শিবিরে। তবে শেষ পর্যন্ত কাদের জয় হয় সেদিকেই তাকিয়ে আপামর ফুটবলপ্রেমী বাঙালি।