রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে ফের ডার্বির সম্ভাবনা, কোন দল রয়েছে দেখে নিন

আবার ডার্বি (derby)! দিনকয়েক আগেই আইএসএলে এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। গত সাতটি ডার্বিতে হারার ফলে কিছুটা হলেও ব্যাকফুটে ছিল লাল-হলুদ ব্রিগেড।

Reliance Development League

আবার ডার্বি (derby)! দিনকয়েক আগেই আইএসএলে এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। গত সাতটি ডার্বিতে হারার ফলে কিছুটা হলেও ব্যাকফুটে ছিল লাল-হলুদ ব্রিগেড। তাই সমস্ত কিছু মাথায় রেখে এবার ক্লেটনের উপর ভরসা রেখে ডার্বি জয়ের ভাবনা থাকলেও শেষ রক্ষা হয়নি।

বড় ব্যাবধানেই এটিকে মোহনবাগানের কাছে পরাজিত হতে হয়েছিল ইস্টবেঙ্গল কে। এরপরে আগামী মাস থেকে শুরু হতে চলা সুপার কাপের মতো বড় টুর্নামেন্টে কলকাতার দুই প্রধান কে আলাদা গ্রুপে রাখায় সাধারণ ম্যাচে ডার্বির সম্ভাবনা একেবারেই নেই। যা নিয়ে হতাশ ছিল বহু ফুটবল অনুরাগী। অবশেষে তাদের জন্য এবার সুখবর।

জানা গিয়েছে, এবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের যোগ্যতা অর্জন পর্বে পূর্ব অঞ্চলের যোগ্যতা অর্জন পর্বের দলগুলোর নাম। সেইমতো যোগ্যতা অর্জন পর্বে যে সমস্ত দল গুলি সুযোগ পেয়েছে তারমধ্যে বাংলা থেকে মোট ৫টি দল রয়েছে এবার। সেই সাথে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের থেকে ও একটি করে দলকে রাখা হয়েছে। সব মিলিয়ে যে সমস্ত দলগুলি এই গ্রুপে রয়েছে সেগুলি হল যথাক্রমে ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাব, নিউ আলিপুর সুরুচি সংঘ, ইউনাইটেড স্পোর্টস, ওডিশা এফসি এবং জামশেদপুর এফসি।

জানা গিয়েছে, এই ডেভলপমেন্ট লিগের দ্বিতীয় মরশুম সব মিলিয়ে মোট ৫০ টি দলকে নিয়ে আয়োজিত হতে চলেছে। যেখানে গোটা দেশের মোট ৯টি অঞ্চল থেকে দল নিয়ে এই অনুর্ধ্ব ২১ যুব টুর্নামেন্ট টি সম্পন্ন হবে। যেখান থেকে বাছাই করে মোট ৪ টি দলকে প্রিমিয়ার লিগের পাশাপাশি সাইথ আফ্রিকার যুব দল গুলির সঙ্গে অ্যানুয়াল লিগের পরবর্তী সেশনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত খেলার সময় সূচি প্রকাশিত না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই তা সামনে আসার সম্ভাবনা প্রবল।