Emami East Bengal: জয় দিয়েই লিগের অভিযান শুরু করল মশাল বাহিনী

726
Emami East Bengal
Advertisements

অবশেষে জয়ের দেখা মিলল লাল-হলুদ শিবিরে। আজ রিলায়েন্স ফাউন্ডেশন কর্তৃক ডেভেলপমেন্ট লিগের (Reliance Development League) প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল (Emami East Bengal)। দলের হয়ে একমাত্র গোল করেন জেসিন টিকে। প্রথমার্ধে খেলার শেষে ফলাফল গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটের মাথায় দলের হয়ে গোল করেন এই ফুটবল তারকা। সেই একমাত্র গোলেই ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করল বিনো জর্জের ইস্টবেঙ্গল।

গতবছরের মতো এবার ও রিলায়েন্স ফাউন্ডেশন কতৃক শুরু হয়েছে ডেভলপমেন্ট লিগ। যেখানে গতবারের তুলনায় এবার অনেকটাই বাড়ানো হয়েছে দলের সংখ্যা। পাশাপাশি বদল এসেছে আগামী দিনের রোড ম্যাপে। সেইমতো গোটা দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি লড়াই করছে কলকাতা ময়দানের এই তিন জনপ্রিয় দল। যাদের মধ্যে আজ ইউনাইটেড স্পোর্টস ক্লাব কে পরাজিত করেছে ইস্টবেঙ্গল।পাশাপাশি বাংলার এই গ্রুপে রয়েছে নিউ আলিপুর সুরুচি সংঘ সহ আশেপাশের রাজ্য থেকে রয়েছে ওডিশা এফসি ও জামশেদপুর এফসি।

Advertisements

উল্লেখ্য, সমগ্ৰ দেশ থেকে উদীয়মান ফুটবল তারকাদের খুঁজে বের করে তাদের কে সকলে সামনে তুলে ধরাই প্রধান লক্ষ্য সকলের। সেজন্য অনূর্ধ্ব ২১ খেলোয়াড়দের পাশাপাশি ৫ জন অনূর্ধ্ব ২৩ ফুটবলার কে দলে সই করায় ইমামি ইস্টবেঙ্গল। যাদের মাধ্যমে লিগে ভালো ফল করার লক্ষ্যে দল। তাদের মধ্যে ছিল তুহিন দাস , অমরজিত সিং সহ অতুল উন্নিকৃষ্ণনের মতো খেলোয়াড়রা।

Advertisements

এই ফুটবলারদের উপর ভরসা রেখেই আজ বারাকপুরে খেলতে নেমেছিল লাল-হলুদ। দলের ফুটবলারদের একাধিক গোল সহজ সুযোগ নষ্ট হলেও শেষ পর্যন্ত ১ গোলে জয় ছিনিয়ে নেয় লেসলি ক্লডিয়াস সরনীর এই ক্লাব। আগামী ১৭ ই মার্চ নিউ আলিপুর সুরুচি সংঘের বিরুদ্ধে নৈহাটিতে দ্বিতীয় ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল।

Advertisements