ATK Mohun Bagan: ইস্টবঙ্গলকে খোঁচা দিয়ে হায়দরাবাদ নিয়ে বিষ্ফোরক মন্তব্য সৃঞ্জয় বসুর

আইএসএল ট্রফি থেকে আর এক পা দূরে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গতকাল, রবিবার নির্ধারিত সময়ে খেলার ফলাফলের বদল না আসলে ও ট্রাইবেকারে ৪-৩ গোলে জয় ছিনিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান।

ATK Mohun Bagan official Srinjoy Bose

বর্তমানে আইএসএল ট্রফি থেকে আর এক পা দূরে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গতকাল, রবিবার নির্ধারিত সময়ে খেলার ফলাফলের বদল না আসলে ও ট্রাইবেকারে ৪-৩ গোলে জয় ছিনিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান। শেষ শটে বল বিপক্ষের জালে জড়িয়ে ম্যাচের নায়ক হয়েছেন দলের অধিনায়ক প্রীতম কোটাল।

যারফলে, আগামী ১৮ মার্চ ফাইনালে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর মুখোমুখি হবে হুয়ান ফেরেন্দোর সবুজ-মেরুন শিবির। তা নিয়ে এখন থেকেই হিসেব নিকেশ শুরু করে দিয়েছেন স্প্যানিশ কোচ। পাশাপাশি সেমিফাইনাল জেতার আনন্দ রয়েছে দলের মধ্যে। এসবের মধ্যেই এবার হায়দরাবাদকে (Hyderabad FC) নিয়ে বিষ্ফোরক মন্তব্য করে বসলেন মোহনবাগানের প্রাক্তন সহসচিব তথা বর্তমান সদস্য সৃঞ্জয় বসু (Srinjoy Bose)।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ম্যাচ জেতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা মোহনবাগান। দেশের সর্বোচ্চ টুর্নামেন্টে দুবার ফাইনালিস্ট। এটাকে ছোট করে দেখার কোনও কারন নেই। সমর্থকদের সেন্টিমেন্টের কথা সকলেরই মাথায় আছে। হবে হয়ত কিছুটা দেরী হবে। তার পাশাপাশি সাফল্য টাও দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাশাপাশি নাম না করে লাল-হলুদ কে কটাক্ষ করে বলেন, প্রতিবছর সাত থেকে আট নম্বরে পড়ে থেকে নতুন নতুন করে খবরে আসা কোনও রকম ভাবেই বাঞ্ছনীয় নয়। তবে এখানেই শেষ নয়, প্রতিপক্ষ হায়দরাবাদের প্রসঙ্গে তিনি আরও বলেন, ওদের দেখে মনে হয়েছে, এর থেকে কলকাতা ফুটবল লিগের যেকোনো ছোট দল যথেষ্ট ভালো খেলে দেবে।

তবে সবুজ-মেরুন শিবিরে বিশাল কাইথের যে অবদান, তা কিছুতেই অস্বীকার করেননি সৃঞ্জয় বসু। তিনি আরও বলেন, বিশাল টুর্নামেন্ট শেষের আগেই গোল্ডেন গ্লাভস জিতেছে। সেই সাথে নিজের জাত চেনানোর পাশাপাশি দলের প্রতি ওর দায়বদ্ধতা ও দেখিয়েছে। আগামী শনিবার গোয়ার মাঠে আইএসএল ফাইনালের লড়াই শুরু করবে এটিকে মোহনবাগান।