East Bengal : ইমরান খান আসতে পারেন ইস্টবেঙ্গলে

আরও এক তরুণ মিডফিল্ডারকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। গত মরশুমে নর্থ ইস্ট ইউনাটেডে ছিলেন ইমরান খান। এছাড়াও কলকাতার দুই প্রধান ক্লাবে ছিলেন এক…

আরও এক তরুণ মিডফিল্ডারকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। গত মরশুমে নর্থ ইস্ট ইউনাটেডে ছিলেন ইমরান খান। এছাড়াও কলকাতার দুই প্রধান ক্লাবে ছিলেন এক সময়।

সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের মধ্যে গুঞ্জন, মণিপুরের মিডফিল্ডার ইমরান খানকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী লাল হলুদ কর্তারা।

এখনও পর্যন্ত জাতীয় দলে সুযোগ না পেলেও ভারতের একাধিক ক্লাবে খেলেছেন সাতাশ বছর বয়সী এই মিডিও।

পরিসংখ্যান অনুযায়ী ২০১৩ সালে মহামেডান স্পোর্টিং ক্লাবের হাত ধরে উঠে এসেছিলেন ইমরান । পরপর বেশ কয়েকটি মরশুম ছিলেন সেখানে। তবে খুব বেশি সুযোগ পাননি। ২০১৯ সালে লোনে গিয়েছিলেন মোহনবাগানে। সেখানেও তাঁর সময় কেটেছে সাইড লাইনে ধারে। অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খেলায় উন্নতি করছেন তিনি। ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে বেশ কিছু ম্যাচে মাঠে নেমেছিলেন।