East Bengal : ভারতীয় রাইট ব্যাক আবারও তিন বছরের জন্য লাল-হলুদ জার্সিতে

এই সপ্তাহের মধ্যেই ইনভেস্টার ইমামি সঙ্গে ইস্টবেঙ্গলের (East Bengal) চুক্তি সম্পন্ন হবে । তার আগে ই ইস্টবেঙ্গলের আগামী মরশুমের নতুন কোচ হিসেবে স্টিফেন কন্সেস্টিয়েন এবং…

Ankit Mukherjee

এই সপ্তাহের মধ্যেই ইনভেস্টার ইমামি সঙ্গে ইস্টবেঙ্গলের (East Bengal) চুক্তি সম্পন্ন হবে । তার আগে ই ইস্টবেঙ্গলের আগামী মরশুমের নতুন কোচ হিসেবে স্টিফেন কন্সেস্টিয়েন এবং সহকারী কোচ হিসেবে সন্তোষ ট্রফি বিজয়ী কোচ বিনো জর্জ নিযুক্ত হয়েছেন । গোলরক্ষন , রক্ষণভাগ এবং আক্রমণ ভাগে ফুটবলারদের লিস্ট কোচ ও সহকারি কোচ পাঠিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কে ।

বিগত কয়েক মাসে ইস্টবেঙ্গল দল ছেড়েছে বহু ফুটবলার রা যারা অন্য আইএসএলের দলে চলে গেছে । তার মধ্যে অন্যতম মোহাম্মদ রফিক , সৌরভ দাস চেন্নাইয়ের মুখী হয়েছে এবং লেফটব্যাক হীরামন্ডল বেঙ্গালুরু এফসিতে পাড়ি দিয়েছেন। কিন্তু কিছু ফুটবলার ইস্টবেঙ্গলের প্রস্তাবের অপেক্ষা করছেন। তারই মধ্যে রয়েছেন ভারতীয় রাইট ব্যাক অঙ্কিত মুখার্জি ।

অঙ্কিত মুখার্জি গত দুই বছরে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল এ প্রতিনিধিত্ব করেছেন। গত মরশুমে ফিটনেস এর অভাবে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি এই বঙ্গ ডিফেন্ডার। কিন্তু প্রথম বছর ইস্টবেঙ্গল সমর্থকদের তার পারফরমেন্সে খুশি করেছিলেন । সেই মরশুমে ১৭ ম্যাচে একটি গোলও রয়েছে এই বঙ্গ ডিফেন্ডারের । খবর সূত্রে তিনি এই বছরের জন্যে সম্পূর্ণ ফিট এবং প্রিসিজেন অনুশীলন শুরু করে দিয়েছেন নিজের মতো করে। তার সোশ্যাল মিডিয়া য় তিনি অনেক ফিটনেস ভিডিও পোস্ট করছেন ।

ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে তার কথাবার্তাও সম্পূর্ণ হয়েছে। আসন্ন ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ তাকে সম্পূর্ণভাবে দেখে নেবে ম্যানেজমেন্ট । তারপর হয়তো আই এস এল ও দেখা যেতে পারে এই বঙ্গ রাইডব্যাক কে লাল হলুদ জার্সিতে ।