Durand Cup: কলকাতায় ঘুরতে আসিনি, সেমিফাইনালের আগে হুংকার জর্ডন এলসি

আজ সন্ধ্যায় Durand Cup-এর সেমিফাইনালে নামতে চলেছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। ম্যাচে বল গড়ানোর আগেই অবশ্য হুংকার দিয়ে রেখেছেন ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি ফুটবলার জর্ডন এলসি।

Jordan Elsey

আজ সন্ধ্যায় Durand Cup-এর সেমিফাইনালে নামতে চলেছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। ম্যাচে বল গড়ানোর আগেই অবশ্য হুংকার দিয়ে রেখেছেন ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি ফুটবলার জর্ডন এলসি। যিনি ইতিমধ্যে ইস্টবেঙ্গল সমর্থকদের মন জয় করতে শুরু করেছেন।

কলকাতায় যে স্রেফ ঘুরতে আসেননি সেটা আগেও বলেছেন জর্ডন। সম্প্রতি ক্লাবের মিডিয়া টিমের সঙ্গে এক সাক্ষাৎকারেও বলেছেন একই কথা, “ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর প্রথম সাক্ষাৎকারে বলেছিলাম, আমি এখানে ছুটি কাটাতে আসিনি। কথাটা হয়তো অনেকেই হালকাভাবে নিয়েছিলেন। কিন্তু সত্যিই সফল হওয়ার উদ্দেশ্য নিয়েই আমি এখানে এসেছি। ইস্টবেঙ্গলকে ট্রফি জেতানোই আমার প্রধান লক্ষ্য। প্রথম দুই সপ্তাহেই আমি উপলব্ধি করেছি, এই লক্ষ্য শুধু আমার একার নয়, আমার সতীর্থ ও কোচিং স্টাফরাও ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর।”

লাল হলুদ সমর্থকরা ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে ইস্টবেঙ্গলকে অনেক দিন পর ইস্টবেঙ্গল বলে মনে হচ্ছে। দল জিতছে, কথা বলছে ফুটবলারদের শরীরী ভাষা। অনেকে বাহবা দিচ্ছেন কোচ Carles Cuadrat-কে।

অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের কথায়, “দলের সবার সঙ্গে খুব ভাল সম্পর্ক গড়ে উঠেছে। একটা নতুন দলে যোগ দিয়ে সেখানকার খেলোয়াড়দের মানসিকতার সঙ্গে মানিয়ে নেওয়া মুখের কথা নয়। কিন্তু আমার সঙ্গে নুঙ্গার (লাল চুঙনুঙ্গা) একটা অদ্ভূত ভাল বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছে। শুধু মাঠে নয় মাঠের বাইরেও… মাঠের বাইরের সম্পর্কও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এইব্যাপারে এখনও পর্যন্ত আমার অভিজ্ঞতা খুবই ভালো।”