পার্থ সুস্থ, বুকে কিছু হয়নি: ভুবনেশ্বর AIIMS

এসএসসি নিয়োগ দুর্নীতিতে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতারের পর ভুবনেশ্বরে নিয়ে গেছে ইডি। সেখানে চিকিৎসার পর AIIMS জানাল পার্থর বুকে ব্যাথা নেই। হাসপাতাল থেকে…

এসএসসি নিয়োগ দুর্নীতিতে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতারের পর ভুবনেশ্বরে নিয়ে গেছে ইডি। সেখানে চিকিৎসার পর AIIMS জানাল পার্থর বুকে ব্যাথা নেই। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। ফলে ইডি তাঁকে নিজেদের হেফাজতে রেখে জেরা করবে।

পার্থ চট্টোপাধ্যায়ের মেডিকেল রিপোর্ট, আইনজীবী ও ইডির হাতে তুলে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে ক্রনিক সমস্যা রয়েছে। তাঁকে ভর্তি করার প্রয়োজন নেই। শুধুমাত্র ওষুধ খেলেই সমস্যার সমাধান করা সম্ভব। তাই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

এদিকে সিপিআইএম চিকিৎসক নেতা ডা ফুয়াদ হালিম বনেন, এসএসকেএমের ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে। এটা স্পষ্ট দুর্ভাগ্যজনক। আমাদের চিকিৎসা প্রতিষ্ঠান, তাঁরা একজন রোগীকে দেখে ভিন্নমত সামনে নিয়ে আসছেন। এটা ভীষণ দুর্ভাগ্য এবং দুঃখজনক। কলকাতায় শীর্ষে যে প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠান যদি এধরনের রিপোর্ট বারবার দিতে থাকে তাহলে এটা দুর্ভাগ্যজনক।

তিনি আরও বলেন, আমরা চাইছি পশ্চিমবঙ্গের মধ্যে, কলকাতার মধ্যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন, তাঁরা নীতি আদর্শ মেনে কাজ করবেন এবং প্রতিষ্ঠানের মান সম্মান রক্ষা করবেন। এই একজন ব্যক্তি তাঁর সুস্থতা আমরা কামনা করি। সে যে কাজ করে থাকুক, তাঁর সুস্থতা আমরা কামনা করি। কিন্তু চিকিৎসা প্রতিষ্ঠানগুলি সুস্থতা নিয়ে তাঁদের মতকে একেবারে অস্পষ্টভাবে সামনে নিয়ে আসে, তাহলে এটা উদ্বেগের বিষয়। চিকিৎসকপ এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলিকে আলাদা রাখা উচিত।

শনিবার অসুস্থতার কারণ দেখিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। এরপরেই আজ সকালে পার্থ চট্টোপাধ্যায়কে এইমস ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে চিকিৎসা করে চিকিৎসকরা জানিয়ে দেন তাঁকে ভর্তি নেওয়ার প্রয়োজন নেই। একজন রোগীকে নিয়ে দুই হাসপাতালের ভিন্নমত নিয়ে কটাক্ষ বিরোধীদের।