Kanyashree Cup: কন্যাশ্রী কাপে ফের দাপুটে জয় লাল-হলুদের, গোল পেলেন সুলঞ্জনা

গতবারের মতো এবারের কন্যাশ্রী কাপেও (Kanyashree Cup) ব্যাপক ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে এবার কালীঘাট স্পোর্টস লাভার্সের ফুটবল দলকে…

East Bengal, New Alipore Suruchi Sangh

গতবারের মতো এবারের কন্যাশ্রী কাপেও (Kanyashree Cup) ব্যাপক ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে এবার কালীঘাট স্পোর্টস লাভার্সের ফুটবল দলকে প্রায় এগারো গোলে পরাজিত করেছিল কলকাতার এই প্রধান। তারপর দ্বিতীয় ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশের মুখোমুখি হয়েছিল তুলসীরা। নির্ধারিত সময়ের শেষে ৭ গোলে জয় এসেছিল তাদের।

আরও পড়ুন: Super Cup: নতুন বছরে ফের ডার্বি, কারা এবার কোন গ্রুপে?

কিন্তুু পরবর্তী ক্ষেত্রে নিজেদের ঘরের মাঠে নিউ আলিপুর সুরুচি সংঘের বিপক্ষে গোলশূন্যভাবে ড্র করলেও মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ডার্বি জয় করে ফের ছন্দে ফিরেছিল দল। তবে মাঝে জাতীয় মহিলা ফুটবল লিগে তাদের পরাজিত হতে হলেও এবার সেই নিউ আলিপুর সুরুচি সংঘের বিপক্ষেই জয় তুলে নিল মশাল ব্রিগেড।

আরও পড়ুন: Juan Ferrando: মুম্বই ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী ফেরেন্দো, কী বলছেন তিনি?

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ বিকেলে নিজেদের ক্লাবের মাঠে সুরুচি সংঘের মুখোমুখি হয়েছিল রিম্পারা। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলে জয় লাভ করে ইস্টবেঙ্গল। দলের হয়ে দুই গোল করেন যথাক্রমে তুলসী হেমব্রম ও সুলঞ্জনা রাউল। তাদের হাত ধরেই আজ তিন পয়েন্ট পকেটে পুড়ে নেয় গতবারের চ্যাম্পিয়নরা। আজকের এই জয় আসার দরুণ চ্যাম্পিয়নশিপ রাউন্ডে অনেকটাই এগিয়ে থাকল তৃষা মল্লিকরা। এবার নিজেদের এই পারফরম্যান্স ধরে রাখাই অন্যতম লক্ষ্য সকলের। উল্লেখ্য, আজ ম্যাচের শুরুর থেকেই যথেষ্ট চনমনে ছিল সাথীরা। যার দরুণ ম্যাচের ঠিক ২১ মিনিটের মাথায় প্রথম গোল পান তুলসী হেমব্রম। যার দরুণ ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় দল।

আরও পড়ুন: IND vs SA: শ্বাস কষ্টে ভুগছিলেন ভারতের পাঁচ উইকেটের নায়ক

তারপর ম্যাচের একচল্লিশ মিনিটের মাথায় প্রতিপক্ষের রক্ষনভাগ কে কার্যত চুপ করিয়ে দিয়ে গোল করে যান সুলঞ্জনা। ফলাফল গিয়ে দাঁড়ায় ২-০ গোল। প্রথমার্ধের শেষে এই ব্যবধানেই এগিয়ে থাকে ইস্টবেঙ্গল ফুটবল দল। তবে দ্বিতীয়ার্ধে আরও একাধিকবার আক্রমণে উঠে আসলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষে।