Armando Sadiku: চাপ বাড়বে সাদিকুর ওপর?

মোহন বাগান সুপার জায়ান্টের ট্রায়ালে নতুন দুই বিদেশি ফুটবলার। মিকা পেত্রাতস ও কস্তা পেত্রাতস রয়েছেন কলকাতায়। দুজন বাগানের বর্তমান ফুটবলার দিমি পেত্রাতসের ভাই। ট্রায়ালে কেন…

Armando Sadiku

মোহন বাগান সুপার জায়ান্টের ট্রায়ালে নতুন দুই বিদেশি ফুটবলার। মিকা পেত্রাতস ও কস্তা পেত্রাতস রয়েছেন কলকাতায়। দুজন বাগানের বর্তমান ফুটবলার দিমি পেত্রাতসের ভাই। ট্রায়ালে কেন এই দুই বিদেশি? প্রশ্ন উঠছে সমর্থকদের মধ্যে। সেই সঙ্গে ভেসে বেড়াচ্ছে আশা আকাঙ্ক্ষার মেঘ।

জেসন কামিন্সের মতো হাই প্রোফাইল বিদেশি দলে থাকলেও বাগান সমর্থকদের মনে দিমি পেত্রাতসের জন্য রয়েছে আলাদা জায়গা। গত মরসুমে পরীক্ষিত স্ট্রাইকারবিহীন এটিকে মোহন বাগানের হয়ে গোল করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা। এই মরসুমেও নিজের গোল করার অভ্যাস লালায়িত করছেন দিমি। মিকা পেত্রাতস ও কস্তা পেত্রাতসের কাছ থেকেও তাই প্রত্যাশা থাকবে একটু বেশি।

   

মরসুম শুরু হওয়ার পর যে কোনো ক্লাব ফ্রি ফুটবলারদের ট্রায়ালে দেখে নিতে পারে। বিশেষত মোহন বাগান সুপার জায়ান্টকে খেলতে হচ্ছে এশিয়ান প্রতিযোগিতায়। এএফসি কাপে বিদেশি ব্রিগেড মজবুত হওয়া খুব দরকার। মালদ্বীপের ক্লাব মেজিয়া ও ওড়িশা এফসিকে হারিয়ে ফর্মে রয়েছে বাগান। সামনে এবার বাংলাদেশের বসুন্ধরা কিংস। সবুজ মেরুন ব্রিগেডের যা ফর্ম তাতে অনেকে ধরে নিচ্ছে যে পরের পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে কলকাতার অন্যতম প্রধান ক্লাব।

ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনায় রয়েছেন মোহন বাগান সুপার জায়ান্টের নবাগত বিদেশি আর্মান্ডো সাদিকু। আর্মেনিয়ার এই ফুটবলার এখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সবুজ মেরুন জার্সি পরে গোল পেলেও তিনি যে দারুণ ফর্মে নেই সে কথা বলাই বাহুল্য। যদিও কোচ হুয়ান ফেরান্ডো এই বিদেশির খেলায় বিরূপ কোনো মন্তব্য প্রকাশ করেননি। কিন্তু কোনো ফুটবলারের ফর্ম ধারাবাহিকভাবে আশানুরূপ না হলে ক্লাব তাকে কতো দিন বয়ে বেড়াবে? তাছাড়া চুক্তির ক্লজের কথাও মাথায় রাখা জরুরি।