East Bengal: ফুটবলে হতশ্রী পারফরমেন্সর দিনে হকিতে জ্বলে উঠেছে মশাল ব্রিগেড

ফুটবলের সবুজ গালিচাতে বিগত কয়েক মরসুম জুড়ে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। গত রবিবার ১৩১ তম ডুরান্ড কাপ ডার্বি ম্যাচেও…

East Bengal_hockey

ফুটবলের সবুজ গালিচাতে বিগত কয়েক মরসুম জুড়ে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। গত রবিবার ১৩১ তম ডুরান্ড কাপ ডার্বি ম্যাচেও লাল হলুদ ফুটবলার সুমিত পাসির আত্মঘাতী গোলে হারের মুখ দেখতে হয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে।

টানা ৬ বড়ো ম্যাচে হারের মুখ দেখেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল ক্লাব ফুটবলের ৯০ মিনিটের মহারণে শেষবার ক্লাব তাবুতে ট্রফি তুলেছিল কলকাতা ফুটবল লিগ ২০১৭-১৮ মরসুমে, আইএফএ শিল্ড ২০১৮ সালে এবং জাতীয় লীগ শেষবার ক্লাবে এসেছিল ২০০৩-০৪ ফুটবল সেশনে। চলতি ডুরান্ডে লাল হলুদ ব্রিগেড শেষবার চ্যাম্পিয়ন হয় ২০০৪ সালে।

এর ঠিক উল্টো চিত্র হকি খেলায়। সোমবার হকি বেঙ্গলের তরফ থেকে ইস্টবেঙ্গল ক্লাবকে ২০২১’র রানার্স এবং ২০২২ ‘র উইনার্স ট্রফি প্রদান করা হয়৷ এরই পাশাপাশি ২০২১’র সর্বোচ্চ গোলদাতা ইস্টবেঙ্গলের অভিষেক, ২০২২’র সর্বোচ্চ গোলদাতা ইস্টবেঙ্গলের যুবরাজ বাল্মীকি এবং ২০২২’র কলকাতা হকি লীগের সেরা খেলোয়াড় ইস্টবেঙ্গলের নরেশ কুমার চৌধুরীকেও পদক দিয়ে সম্মানিত করা হয়৷ যদিও ইস্টবেঙ্গল ক্লাবের নিজস্ব পত্রিকা ‘ইস্টবেঙ্গল সমাচারে’ হকি লীগে দলের সাফল্যের খতিয়ান সামনে আসতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সমর্থকদের মধ্যে।

কলকাতা হকি লীগে ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্যের খতিয়ান সামাজিক মাধ্যমে পোস্ট হতেই লাল হলুদ সমর্থককূল হকি দলকে “অভিনন্দন” জানানোর পাশাপাশি একরাশ হতাশা আর আফসোস প্রকাশ্যে এসেছে কমেন্ট বক্সে।যেখানে লাল হলুদ সমর্থকদের মোদ্দা কথা,”ফুটবলে কবে এইভাবে ট্রফি আসবে?” ফুটবলে কবে ট্রফি আসবে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে এখন এই প্রশ্নই বড়সড় আকারে জেগে উঠেছে।