East Bengal Club : ইংল্যান্ডের জাতীয় দলে খেলা স্ট্রাইকারকে নিচ্ছে ইস্টবেঙ্গল!

Rushian Hepburn-Murphy

দল বদলের বাজারে ফের জল্পনা।  ইস্টবেঙ্গলে (East Bengal) নাকি আসতে পারেন ইংল্যান্ডের তারকা বিদেশি! বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই জল্পনার পালে হাওয়া লাগতে শুরু করেছে।

Advertisements

আরও পড়ুন: Souvik Chakroborty: হায়দরাবাদ থেকে ইস্টবেঙ্গলে আগমন শুধু সময়ের অপেক্ষা

   

ফুটবল মহলে কান পাতলে শোনা যাচ্ছে, বিদেশি ফুটবলারদের একটা তালিকা ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা তৈরি করে রেখেছেন। সেই তালিকায় সম্ভাব্য নাম হিসেবে নাকি রয়েছে ইংল্যান্ডের রুশিয়ান হেপবার্ন মারফির নাম। এই রুশিয়ান হেপবার্ন মারফি ইংল্যান্ডের বয়স ভিত্তিক জাতীয় দলে বেশ কিছু ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন: East Bengal Club : জল্পনার অবসান ঘটিয়ে আজই সুখবর দিতে পারে ইস্টবেঙ্গল

Advertisements

ইস্টবেঙ্গল (East Bengal) ভালো মানের বিদেশি ফুটবলার সই করাতে পারে এই ভাবনা অমূলক নয়। কারণ ভালো মানের ভারতীয় ফুটবলাররা কোনো না কোনো ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁদের দলে নিয়ে আসতে গেলে দিতে হবে ট্রান্সফার ফি। তুলনায় ভালো মানের বিদেশি চয়ন করলে দল মজবুত হতে পারে বলে ময়দানের কেউ কেউ মনে করছেন। কারণ, ইস্টবেঙ্গলের এখনও পর্যন্ত সম্ভাব্য যে দল রয়েছে তাতে প্রতিভার অভাব না থাকলেও অভিজ্ঞতার অভাব রয়েছে।

আরও পড়ুন: East Bengal: এবার ইস্টবেঙ্গলের নজরে এই তারকা গোলকিপার

রুশিয়ান হেপবার্ন মারফির বয়স মাত্র ২৮। ফরোয়ার্ড পজিশনের খেলোয়াড়। ছয় ফুটের কাছাকাছি উচ্চতা। খেলেছেন অ্যাস্টন ভিলা, কেমব্রিজ ইউনাইটেডের মতো ইংল্যান্ডের নাম করা ক্লাবে। এছাড়া ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ দলের হয়ে মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে।