East Bengal: এবার ইস্টবেঙ্গলের নজরে এই তারকা গোলকিপার

আগামী মরশুমের নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলবেন ইস্টবেঙ্গলের (East Bengal) গত মরশুমের গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। তাই এইমুহূর্তে লাল হলুদ খোঁজ চালাচ্ছে একজন ভালো গোলকিপারের। শোনা…

East Bengal Kamaljit-Singh

আগামী মরশুমের নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলবেন ইস্টবেঙ্গলের (East Bengal) গত মরশুমের গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। তাই এইমুহূর্তে লাল হলুদ খোঁজ চালাচ্ছে একজন ভালো গোলকিপারের।

শোনা যাচ্ছে ওডিশা এফসি’র বছর ২৬- এর গোলকিপার কমলজিৎ সিং (Kamaljit Singh) কে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল।যদিও বর্তমানে ওডিশা এফসির সাথে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে এই ফুটবলারের।কিন্তু এক্ষেত্রে তাকে দলে নিতে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিতে রাজী লাল হলুদ ব্রিগেড।

   

পঞ্জাবের এই গোলকিপার তার কেরিয়ার শুরু করেছিলেন AIFF Academy – তে। ২০১৪ সালে যোগ দেন Sporting Clube de Goa ‘য়।পরবর্তী সময়ে খেলেছিলেন মিনার্ভা পঞ্জাব,পুনে সিটি,হায়দ্রাবাদ এফসি’র মতো ক্লাবে।

এদিকে, আগামী কয়েক দিনের মধ্যে কলকাতায় আসছেন ইস্টবেঙ্গলে ভারতীয় কোচ ভিনু জর্জ।ইস্টবেঙ্গল কোচের নজরে আছেন কেরালার সন্তোষ ট্রফি জয়ী অধিনায়ক জিজো জোসেফ।কেরালার সন্তোষ ট্রফির জয়ী দলের কোচে হওয়ার সুবাদে এই ফুটবলার’কে হাতের তালুর মতো চেনেন ভিনু।শোনা যাচ্ছে তার সাথে প্রাথমিক পর্যায়ের কথা বার্তা চালিয়েছেন ইতিমধ্যে।

আসন্ন মরশুমে কেরালার সন্তোষ ট্রফি জয়ী কোচের হাত ধরে শুরু’টা ইতিবাচক ভাবে করতে চাইছে ইস্টবেঙ্গল।তার অভিজ্ঞতার ভিত্তিতে দক্ষিণ ভারতের শক্তিশালী ফুটবলার’দের দলে নিতে চাইছে লাল হলুদ । বেশ কিছু ফুটবলার’কে প্রস্তাব দেওয়া হয়েছে।